আফগানিস্তানের কাবুলে রুশ দূতাবাসের সামনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের দুইজন রাশিয়ার নাগরিক। কাবুলের দক্ষিণ-পশ্চিমে দারুল আমান এলাকায় সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে বিস্ফোরণটি হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এসব জানিয়েছে। এতে বলা হয়, হামলায় কূটনৈতিক মিশনের দুই কর্মী নিহত হয়েছেন। আফগান নাগরিকরাও হামলায় শিকার হয়েছেন।
কাবুলভিত্তিক সাংবাদিক নাজিব লালজয় বলেন, ‘এটি (বিস্ফোরণ) আসলে দূতাবাসের কাছে ঘটেছিল। সেখানে রাশিয়ান ভিসার আবেদন করার জন্য অনেক মানুষ জড়ো হয়েছিলেন।’
At least eight people have been killed after a suicide bomber detonated explosives near the entrance of the Russian embassy in Kabul, security sources have told Al Jazeera ⤵️ https://t.co/D6VBUHw1uB
— Al Jazeera English (@AJEnglish) September 5, 2022হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ জানায়, নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।
কাবুলের পুলিশ প্রধান মাওলাভি সাবির বলেন, ‘লক্ষ্যে পৌঁছানোর আগেই রাশিয়ান দূতাবাসের (তালেবান) রক্ষীরা আত্মঘাতীকে চিনতে পেরেছিল। তাকে থামাতে গুলি করে নিরাপত্তা বাহিনী।’
তালেবান গত বছর আফগানিস্তানের দখল নিলে, অনেক দেশ প্রতিবাদ জানিয়ে দূতাবাস বন্ধ করে দেয়। যে কয়েকটি দেশ কাবুলে দূতাবাস চালু রেখেছে তাদের মধ্যে রাশিয়া অন্যতম।
মস্কো আনুষ্ঠানিকভাবে তালেবানের সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে পেট্রল এবং অন্যান্য পণ্য সরবরাহের চুক্তি নিয়ে আফগান শাসকদের সঙ্গে আলোচনা চালাচ্ছে পুতিন সরকার।
জঙ্গি সংগঠন আইএস সাম্প্রতিক সময়ে কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে বেসামরিক মানুষের পাশাপাশি ধর্মীয় উপাসনালয়গুলোকে লক্ষ্যবস্তু করেছে।
সাংবাদিক লালজয় বলেন, ‘এটি খুবই অপ্রত্যাশিত। কারণ নিরাপত্তা কর্মকর্তারা বিশ্বাস করেন, কাবুলের চারপাশে নিরাপত্তা খুবই কঠোর। দূতাবাসের মতো জায়গাগুলো ভালোভাবে সুরক্ষিত।
‘আফগানরা যেখানে জড়ো হয়েছিল সেখানেই বিস্ফোরণ ঘটেছে। মনে হচ্ছে, নিরীহ মানুষকে হত্যা করাই লক্ষ্য ছিল।’