বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ন্যাটো-ইইউবিরোধী বিক্ষোভে উত্তাল প্রাগ

  •    
  • ৪ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৪৫

বর্তমান সরকারের বিরোধিতা, ইইউ ও ন্যাটোর বিরোধিতা চেক প্রজাতন্ত্রের কমিউনিস্ট পার্টি, বেশ কয়েকটি ডানপন্থি ও প্রান্তিক রাজনৈতিক দলকে এক কাতারে নিয়ে এসেছে। তারাই এই বিক্ষোভের আয়োজন করেছে। এই বিক্ষোভের বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, ‘বিক্ষোভকারীদের হৃদয়ে দেশের সর্বোত্তম স্বার্থ নেই।’

বাড়তে থাকা জ্বালানির দাম নিয়ন্ত্রণে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর বিরোধিতা এবং ক্ষমতাসীন জোট সরকারের বিরোধিতা করে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হওয়া এই বিক্ষোভে প্রায় ৭০ হাজার মানুষ জড়ো হয়।

প্রাগের পুলিশই বলছে, বিকেলের মাঝামাঝি সময় পর্যন্ত বিক্ষোভকারীর সংখ্যা ছিল ৭০ হাজার।

বর্তমান সরকারের বিরোধিতা, ইইউ ও ন্যাটোর বিরোধিতা দেশটির কমিউনিস্ট পার্টি, বেশ কয়েকটি ডানপন্থি ও প্রান্তিক রাজনৈতিক দলকে এক কাতারে নিয়ে এসেছে। তারাই এই বিক্ষোভের আয়োজন করেছে।

আয়োজকরা বলছেন, ইউরোপীয় দেশগুলোকে সামরিকভাবে নিরপেক্ষ (ইউক্রেন ইস্যুতে) হতে হবে এবং রাশিয়াসহ গ্যাস সরবরাহকারীদের সঙ্গে সরাসরি চুক্তি নিশ্চিত করতে হবে। অর্থাৎ রাশিয়া থেকে সরাসরি জ্বালানি আনতে হবে।

প্রতিবাদ আয়োজনের সহ-আয়োজক জিরি হ্যাভেল বলেন, ‘আমাদের বিক্ষোভের উদ্দেশ্য পরিবর্তনের দাবি জানানো, প্রধানত জ্বালানির দাম, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধান, যা এই শরতে আমাদের অর্থনীতিকে ধ্বংস করবে।’

ন্যাটো ও ইইউ-এর বিরোধিতা করে প্রাগের প্রাণকেন্দ্র ওয়েসেন্সলাস স্কয়ারে জড়ো হয় বিক্ষোভকারীরা

এর আগে মুদ্রাস্ফীতি ও জ্বালানি মূল্যের বিরুদ্ধে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে পার্লামেন্টে অনাস্থা ভোট আনে বিরোধী দলগুলো।

কিন্তু সেই অনাস্থা ভোটে বর্তমান সরকার টিকে যাওয়ার এক দিন পরই শহরের কেন্দ্র ওয়েসেন্সলাস স্কয়ারে বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

এই বিক্ষোভের বিষয়ে শনিবার দেশটির প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, ‘বিক্ষোভকারীদের হৃদয়ে দেশের সর্বোত্তম স্বার্থ নেই।’

পেত্র ফিয়ালা দেশটির পাঁচদলীয় জোট সরকারের নেতৃত্বে রয়েছেন।

এ বিভাগের আরো খবর