দেশজুড়ে ক্লান্তিকর সফর, এক ডজন বৈঠক ও তিনটি টেলিভিশন বিতর্কের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রিশি সুনাককে ছাড়িয়ে গেছেন লিজ ট্রাস।
প্রধানমন্ত্রী নির্বাচনে যুক্তরাজ্য সময় শুক্রবার বিকেল ৫টায় শেষ হতে চলা ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি সদস্যদের ভোটে ট্রাসই দৃশ্যত জয়ী হতে যাচ্ছেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
গ্রীষ্মজুড়ে চলা নির্বাচনের উত্তাপ শেষ হতে যাচ্ছে সোমবার। ওই দিনই প্রকাশ হবে সাবেক অর্থমন্ত্রী সুনাকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ট্রাসের ভোটযুদ্ধের ফল। এর পরের দিন রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
আগস্টের শুরুতে কনজারভেটিভ পার্টির দুই লাখের মতো সদস্য ডাকযোগে ও অনলাইনে ভোট দেয়া শুরু করেন। এর এক মাস আগে পদত্যাগের ঘোষণা দেন জনসন।
দলটির বিপুলসংখ্যক ভোটার ট্রাসের পক্ষে রায় দেন, তবে দলের ভোটারদের সমর্থন পেয়ে চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী হয়ে গেলেও চ্যালেঞ্জ কমবে না এ নেতার।
যুক্তরাজ্যে জীবনযাপনের খরচ কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ায় মূল্যস্ফীতি দুই অঙ্কের কোটা পেরিয়েছে। এমন বাস্তবতা সামলাতে হবে নতুন প্রধানমন্ত্রীকে।