যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যেই সামরিক প্রশিক্ষণে অংশ নিতে রাশিয়া পৌঁছেছে ভারতীয় সেনা বাহিনীর একটি দল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বৃহস্পতিবার সেনাদের পৌঁছানোর খবর দেয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘ভোস্তক ২০২২’ শীর্ষক এই মহড়ার আয়োজন করেছে রাশিয়া। ভারত ছাড়াও চীন, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, সিরিয়া, লাওস ও নিকারাগুয়ার মতো দেশগুলো এতে অংশ নিচ্ছে।
ভারতে সবচেয়ে বেশি যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমাসহ অনেক দেশই। এর মধ্যে রাশিয়ার সঙ্গে ভারতের ‘সম্প্রীতির’ খবর এলো।
অন্য দেশের সঙ্গে নিয়মিত মহড়ার অংশ হিসেবে তারা এবারের মহড়ায় অংশ নিয়েছে জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর দল রাশিয়া পৌঁছেছে। সাতদিন ধরে তারা মাঠ পর্যায়ে যৌথ প্রশিক্ষণের অনুশীলন, যুদ্ধ আলোচনা ও গোলা ছোড়াসহ নানা অনুশীলনে অংশ নেবে।
এমন প্রেক্ষাপটে ভারতীয় সেনাদের রাশিয়া পৌঁছানোর আগেই উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়েরে বলেন, বিনা প্ররোচনায় ইউক্রেইনের ওপর হামলকালী রাশিয়ার সঙ্গে যে কোনো দেশের সামরিক মহড়াই যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের। তবে, অবশ্যই এ মহড়ায় অংশ নেয়া তাদের সিদ্ধান্ত তাদেরই।
এর আগে ২০১৮ সালে বড় পরিসরে প্রায় ৩ লাখ সেনা নিয়ে এমন সামরিক মহড়ার আয়োজন করেছিল রাশিয়া। ওই মহড়ায় প্রথমবারের মতো অংশ নিয়েছিল চীন।