বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছয় গুণ অভিবাসী নেবে অস্ট্রেলিয়া

  •    
  • ২ সেপ্টেম্বর, ২০২২ ১৫:১৭

চলতি বছর অভিবাসীর সংখ্যা ৩৫ হাজার থেকে বাড়িয়ে এক লাখ ৯৫ হাজার করবে ওশেনিয়ার এই দেশটি। গণনার যন্ত্রে এ হিসাব দাঁড়ায় প্রায় ৬ গুণের সমান। মন্ত্রী বলেন, এই সুযোগ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত থাকবে।

কর্মস্থলে জনবল কমে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে বছরে প্রায় ছয় গুণ অভিবাসী নেবে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে অভিবাসনপ্রত্যাশীদের অপেক্ষার সময়ও কমাবে দেশটি।

স্থানীয় সময় শুক্রবার ক্যানবেরায় সরকারি চাকরির সম্মেলনে এমন মন্তব্য করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল।

করোনা মহামারির কারণে গত দুই বছর দেশটিতে অভিবাসন প্রক্রিয়া প্রায় বন্ধ থাকার পাশাপাশি কঠোর অভিবাসন প্রক্রিয়ার কারণে সেখানে কর্মীর সংখ্যা কমে গেছে।

চলতি বছর অভিবাসীর সংখ্যা ৩৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার করবে ওশেনিয়ার এই দেশটি। গণনার যন্ত্রে এ হিসাব দাঁড়ায় প্রায় ৬ গুণের (৫ দশমিক ৫৮ শতাংশ) সমান।

চলতি বছর অভিবাসীর সংখ্যা ৩৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার করবে অস্ট্রেলিয়া। ছবি: সিএনবিসি

চলতি বছর ব্যাপকসংখ্যক নার্স ও ইঞ্জিনিয়ার নেবে দেশটি। দেশটিতে বেকারত্বের হার গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন ৩.৪ শতাংশে নেমেছে।

সরকারের ১৪০ প্রতিনিধি, শ্রমিক ইউনিয়ন, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানার মালিকরা দুই দিনের এ সম্মেলনে যোগ দেন।

তিনি বলেন, এই সুযোগ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত থাকবে।

মন্ত্রী আরও বলেন, ‘তীব্র জনবল সংকটে আমাদের নার্সদের গত দুই বছর দুই বা তিন শিফটেও কাজ করতে হচ্ছে। গ্রাউন্ড স্টাফের অভাবে অনেক ফ্লাইট বাতিল করতে হচ্ছে। কর্মীর অভাবে গাছ থেকে ফল নামানো যাচ্ছে না। এতে করে অনেক ফল বাগানেই নষ্ট হয়ে যাচ্ছে।’

মহামারির কারণে বিপর্যস্ত দেশটিতে কর্মীর ঘাটতে দেখা দেয়ার ফেডারেল সরকারের দৃষ্টি এখন শিক্ষিত ও দক্ষ অভিবাসীদের দিকে।

গত বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের ট্রেজারার জোস ফ্রাইডেনবার্গ জানান, দেশের অর্থনীতিকে জাগাতে হলে এবং দক্ষ জনগোষ্ঠীর ঘাটতি পূরণে সহায়তা করতে স্থায়ী অভিবাসী ৩৫ হাজার থেকে বছরে এক লাখ ৬০ হাজার পর্যন্ত বাড়ানো যেতে পারে।

মহামারির কারণে বিপর্যস্ত দেশটিতে কর্মীর ঘাটতে দেখা দেয়ায় ফেডারেল সরকারের দৃষ্টি এখন শিক্ষিত ও দক্ষ অভিবাসীদের দিকে।

এ বিভাগের আরো খবর