বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে দুর্ভোগ বাড়ছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। খাবারসহ নানা সংকটে পড়ছে মানুষ। এখন পর্যন্ত দেশটির ১১০টি জেলা প্লাবিত হয়েছে। মৃত্যু পৌঁছেছে ১১৯১ জনে।
সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে সর্বশেষ শুক্রবারের এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম ডন।
বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রহমান জানান, দানবের মতো বন্যায় দেশের শস্যক্ষেতের ৪৫ ভাগই ভাসিয়ে নিয়ে গেছে। বিশেষ করে সিন্ধু প্রদেশে এই ক্ষতির পরিমাণ বেশি।
তিনি জানান, এই মুহূর্তে ৭০ শতাংশ জেলাই পানির নিচে, দেশের তিন ভাগের এক ভাগ ডুবে গেছে।
সরকারি তথ্যমতে, ১৪৯ জেলার মধ্যে ১১০টি জেলা ডুবে গেছে বন্যার পানিতে। এর মধ্যে বেলুচিস্তানের ৩৪ জেলা, খাইবার পাখতুনখোয়াসহ ১৬টি সিন্ধুর এবং বাকিগুলো অন্য কয়েকটি প্রদেশের।
পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় সব মিলিয়ে ১১৯১ মারা গেছে। এর মধ্যে শিশুর সংখ্যা ৩৯৯। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২১ জন।
এক বিশ্লেষণ বলছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে যোগ হয়েছে দুর্বল ব্যবস্থাপনা, নদীর বাঁধ ভেঙে পড়া ও পাহাড়ি ঢল। এ প্রেক্ষাপটে জুনে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে দেশটিতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাড়ছে ক্ষয়ক্ষতিও।