বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউরোপে আবারও গ্যাস বন্ধ করল রাশিয়া

  •    
  • ৩১ আগস্ট, ২০২২ ১৪:৩৯

গত ১৯ আগস্টেই গ্যাজপ্রমের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছিল রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে নর্ড স্ট্রিম-১ আগস্টের ৩১ থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এবং এ কাজে তাদের অংশীদার জার্মানির সিমেন্স এনার্জির বিশেষজ্ঞরাও জড়িত থাকবেন।

নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

দেশটির রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, পাইপলাইন মেরামতের প্রয়োজনে তিন দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে এবং এটি সাময়িক পদক্ষেপ।

তবে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ করেনি রাশিয়া।

গত ১৯ আগস্টেই গ্যাজপ্রমের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছিল পশ্চিম রাশিয়া ও জার্মানিকে সংযুক্তকারী বাল্টিক সাগরের নিচ দিয়ে ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নর্ড স্ট্রিম-১ আগস্টের ৩১ থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এবং রক্ষণাবেক্ষণের কাজে তাদের অংশীদার জার্মানির সিমেন্স এনার্জির বিশেষজ্ঞরাও জড়িত থাকবেন।

সর্বশেষ রাশিয়া রক্ষণাবেক্ষণের জন্য নর্ড স্ট্রিম-১ সাময়িক বন্ধ রেখে চালু করার পর থেকে এই পাইপলাইনের সক্ষমতার মাত্র ২০ শতাংশ গ্যাস সরবরাহ করছিল রাশিয়া।

রাশিয়া বলেছিল, সরবরাহ কমে যাওয়ার প্রধান কারণ প্রযুক্তিগত সমস্যা, তবে জার্মানির দাবি রাজনৈতিক কারণেই মস্কো এমন পদক্ষেপ নিয়েছে, যাতে জ্বালানির মাধ্যমে ইউক্রেন সংঘাতকে প্রভাবিত করা যায়।

প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ইউরোপে জ্বালানি ও বিদ্যুতের দাম বেড়েছে, ফলে ইইউভুক্ত দেশগুলোতে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এমনকি বর্তমান পরিস্থিতি ইউরোপকে অর্থনৈতিক মন্দার দিকেও নিয়ে যেতে পারে।

গ্যাজপ্রমের পক্ষ থেকে গ্যাস সরবরাহ কমানো হলে শীতের আগে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য পর্যাপ্ত গ্যাসের মজুত করা আরও কঠিন হবে। শীতকালে ইউরোপে গ্যাসের চাহিদা বৃদ্ধি পায়। কারণ নাগরিকদের আবাসনগুলো গরম রাখার জন্য বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পায়।

রাশিয়া এরই মধ্যে রুবলে অর্থ পরিশোধ করতে রাজি না হওয়ায় পোল্যান্ড, বুলগেরিয়া, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর একের পর এক অবরোধ আরোপের জবাবে প্রাকৃতিক গ্যাসকে ঢাল হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

রাশিয়ার গ্যাস উত্তোলন ও বিতরণকারী সরকারি কোম্পানি গ্যাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি পাইপলাইন।

এ পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করে রাশিয়া; পরে জার্মানির কাছ থেকে সেই গ্যাস ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠানো হয়। ২০০৫ সাল থেকে চালু হয় এই প্রকল্প।

এ বিভাগের আরো খবর