বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েলি বিমানবন্দর ব্যবহার না করতে ফিলিস্তিনিদের তাগিদ

  •    
  • ২৫ আগস্ট, ২০২২ ১১:৪৭

ইসরায়েলের র‍্যামন বিমানবন্দর কর্তৃপক্ষ এই মাসের প্রথম দিকেই জানিয়েছিল, অধীকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য র‍্যামন বিমানবন্দর থেকে তুরস্কের ইলাত শহরে যাওয়া একটি বিশেষ ফ্লাইট দেবে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, সাধারণ ফিলিস্তিনিদের র‍্যামন বিমানবন্দর ব্যবহার করতে নিষেধ করেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেদের র‍্যামন বিমানবন্দর ফিলিস্তিনিদের ব্যবহার করতে অনুমতি দেয়ার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাধারণ ফিলিস্তিনিদের ইসরায়েলি বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, তাদের নিজেদেরই একটি বিমানবন্দর থাকা উচিত ছিল।

এই সপ্তাহে দক্ষিণ ইসরায়েলের র‍্যামন বিমানবন্দর হয়ে সাইপ্রাসে গেছে ফিলিস্তিনিদের বহনকারী একটি চার্টার্ড বিমান।

এর পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র মুসা রাহাল বলেন, ‘আমাদের জাতীয় দায়িত্ব হলো র‍্যামন বিমানবন্দর দিয়ে ভ্রমণ না করা এবং আমরা ফিলিস্তিনিদের সেখানে না যাওয়ার পরামর্শ দেই।’

ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ এই মাসের প্রথম দিকেই জানিয়েছিল, অধীকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য র‍্যামন বিমানবন্দর থেকে তুরস্কের ইলাত শহরে যাওয়া একটি বিশেষ ফ্লাইট দেবে।

তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, কয়েকটি বিশেষ ফ্লাইটের অনুমতি অবরুদ্ধ ফিলিস্তিনিদের সমস্যার সমাধান করবে না।

ফিলিস্তিনিরা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরগুলো বিশেষ অনুমতি ছাড়া ব্যবহার করতে পারত না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের বিমানবন্দর ব্যবহারের সুযোগ দেয়ার ঘোষণা দেয়।

ফিলিস্তিনিরা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রতিবেশী জর্ডানের বিমানবন্দর ব্যবহার করে আসছে, তবে সীমান্ত ক্রসিংয়ে সময়ক্ষেপণ ও ভোগান্তির শিকার হতে হয় সাধারণ ফিলিস্তিনিদের।

পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বর্তমানে অব্যবহৃত কালান্দিয়া বিমানবন্দরের কথা উল্লেখ করে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ বলেছেন, ‘দখলদাররা যদি ফিলিস্তিনিদের জন্য সহজ করতে চায়, তাদের জেরুজালেম বিমানবন্দর খুলে দিক।’

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের দখলকৃত বিমানবন্দরটি ২০০০ সালে বন্ধ করে দেয়া হয়।

এ বিভাগের আরো খবর