বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নদীর বুকে জেগে উঠল ৩ বুদ্ধমূর্তি

  •    
  • ২৪ আগস্ট, ২০২২ ১৬:২৫

পানির ওপরে উঠে আসা ৬০০ বছরের পুরোনো তিনটি বুদ্ধমূর্তি তৈরি করেছে চাঞ্চল্য। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, চীনে মিং ও চিং রাজবংশের মধ্যবর্তী সময়ে এই তিনটি মূর্তি নির্মিত হয়।

এশিয়া-ইউরোপসহ পৃথিবীর বড় একটি অংশ ধুঁকছে খরার দাপটে। ইউরোপের বেশির ভাগ নদীর পানি তলানিতে নেমে গেছে, এশিয়ার বিভিন্ন দেশেও চলছে বিপর্যয়।

চীনের অনেক নদী বইছে স্বাভাবিক প্রবাহের অনেক নিচ দিয়ে। দেশটির ইয়াংজি বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী হিসেবে পরিচিত। সেই নদীর বুকে একের পর এক জেগে উঠছে বালুচর। সুদীর্ঘ অতীতে নদীগর্ভে বিলীন হওয়া বিভিন্ন স্থাপনা ও নিদর্শন জেগে উঠছে।

সম্প্রতি এই নদীতে জেগে উঠেছে প্রাচীন আমলের বৌদ্ধ নিদর্শন। পানির ওপরে উঠে আসা ৬০০ বছরের পুরোনো তিনটি বুদ্ধমূর্তি তৈরি করেছে চাঞ্চল্য। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, চীনে মিং ও চিং রাজবংশের মধ্যবর্তী সময়ে এই তিনটি মূর্তি নির্মিত হয়। এর মধ্যে সবচেয়ে বড়টির উচ্চতা ৯৫ সেন্টিমিটার।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং শহরের ওই এলাকাটি বহুকাল আগে নদীতে বিলীন হয়ে যায়। খরায় নদী শুকিয়ে আবার তা জেগে ওঠায় দলে দলে ছুটছে মানুষ।

জু ইউনফেং নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমার কাছে মূর্তিগুলো খুবই মূল্যবান। আমাদের পূর্বপুরুষের সংস্কৃতির অংশ। নদীতে পানি এলে এগুলো আবার হারিয়ে যাবে। তাই আমি দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি।’

স্থানীয় প্রত্নতাত্ত্বিক নিউ ইংবিন চলতি মাসের শুরুতে বুদ্ধমূর্তিগুলো পরীক্ষা করেছেন। তিনি বলেন, ‘নদীতে চলা নৌকার প্রতি আশীর্বাদ বর্ষণে মূর্তিগুলো নির্মিত হয়েছিল। এগুলোর ঐতিহাসিক মূল্য অপরিসীম। এর আগে ২০২০ সালে নদী শুকিয়ে যাওয়ার সময়েও এগুলো জেগে উঠেছিল। তখন ড্রোন ক্যামেরার সাহায্যে কিছু ছবি তোলা হয়।’

কম বৃষ্টি ও অস্বাভাবিক তাপমাত্রার কারণে দক্ষিণ চীনে বিভিন্ন জলাধারের পাশাপাশি ইয়াংজি নদীরও কিছু অংশ শুকিয়ে গেছে। বিপর্যয়কর পরিস্থিতিতে গত বৃহস্পতিবার জাতীয় খরা সতর্কতা জারি করেছে চীন।

এ বিভাগের আরো খবর