এক চিকিৎসক একসঙ্গে অনেক রোগীকে সেবা দিচ্ছেন...সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিও-তে দেখা যায়, হাসপাতালের নিউরোলজিস্টের রুমে দশজন এক সঙ্গে ভিড় করেছেন। এক সময় সবাইকে নখ থেকে শুরু করে নাক পর্যন্ত (আপাদমস্তক) পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসক। তার দাবি, এতে রোগ নির্ণয় ও ওষুধ দেয়া সহজ হবে। তারপর চিকিৎসক এ ভিডিও যিনি ধারণ করছিলেন তাকে দরজা বন্ধ করে বাইরে অপেক্ষা করতে বলেন।
ঘটনাটি রাশিয়ার ইয়াকুটস্ক শহরের একটি হাসপাতালের। সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার ভিডিও-টি প্রকাশ হলে, গোটা রাশিয়াজুড়ে সেটি ভাইরাল হয়।
রাশিয়ার স্থানীয় কিছু সংবাদমাধ্যম ওই চিকিৎসককে ‘স্মরণকালের সবচেয়ে অলস ডাক্তার’ বলে অভিহিত করেছে।
বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দোষী প্রমাণ হলে, চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।