নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মজুরি বাড়ানোর দাবিতে ধর্মঘট পালন করছেন যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম একটি কনটেইনার বন্দরের শ্রমিকরা।
স্থানীয় সময় রোববার থেকে তারা এই কর্মসূচি পালন শুরু করেছেন বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।
সাফোকের ফেলিক্সস্টো বন্দরটির দুই হাজার শ্রমিক এ বিক্ষোভের ডাক দিয়েছেন। বছরে এই বন্দরে জাহাজ আসে দুই হাজারের বেশি, খালাস হয় ৪০ লাখের বেশি কনটেইনার।
নৌপথ দিয়ে যুক্তরাজ্যে যে পরিমাণ পণ্য আমদানি হয়, তার অর্ধেকই আসে এ বন্দরে। রেলওয়ে শ্রমিকদের ধর্মঘটের মধ্যেই কনটেইনার শ্রমিকদের এমন বিক্ষোভে পণ্য পরিবহনে অনিশ্চয়তা দেখা দিয়েছে দেশটিতে।
বন্দর, ট্রেনের পর ডাক কর্মীরা চলতি মাসের শেষ দিকে চার দিনের ধর্মঘটের পরিকল্পনা করেছেন। বিক্ষোভের মুখে পড়েছে টেলিকম জায়ান্ট বিটির মতো প্রতিষ্ঠান। সম্প্রতি কর্মবিরতির কর্মসূচিতে গেছেন অ্যামাজন কর্মীরাও।
শ্রমিক ইউনিয়নের জাতীয় পর্যায়ের কর্মকর্তা বব মর্টন বলেন, শ্রমিকদের এই বিক্ষোভ বড় ধরনের ক্ষতির কারণ হবে, যুক্তরাজ্যজুড়ে সাপ্লাই চেইনেও বড় প্রভাব ফেলবে। কিন্তু এটা তো প্রতিষ্ঠানেরই তৈরি।
তিনি বলেন, শ্রমিকদের বেতন বাড়িয়ে দেয়ার সুযোগ আছে, কিন্তু তার পরও তারা তা করছে না।
তবে ফেলিক্সস্টো বন্দরের মূল প্রতিষ্ঠান সিকে হাচিসন হোল্ডিং লিমিটেডের এক বিবৃতিতে বলা হয়েছে, ধর্মঘটের কর্মসূচি হতাশজনক। বন্দর কর্তৃপক্ষ নিরাপদ এবং ভালো বেতন দিয়ে থাকে। অপ্রয়োজনীয় কর্মসূচিতে কেউই লাভবান হবে না।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানো শুরু করলে সারা বিশ্বের অর্থনীতিতেই প্রভাব পড়তে শুরু করে। খাদ্যসংকটসহ নানা সংকটে পড়ে বিভিন্ন দেশ।
এ অবস্থায় ৪০ বছরের মধ্যে গত মাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি হয় যুক্তরাজ্যে। একই সঙ্গে বাড়ছে নিত্যপণ্যের দামও।