বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্টিং অপারেশনের ফাঁদ নিয়ে মন্ত্রীদের মমতার সতর্কতা

  •    
  • ১৯ আগস্ট, ২০২২ ২০:৫৩

'বিজেপি ফাঁদ পেতে রেখেছে। স্টিং অপারেশন করতে চাইছে । ৫০০ লোককে নানাভাবে কাজে লাগাবে। তাই সাবধানে কাজ করবেন। সতর্ক থাকতে হবে।'

দুর্নীতি ধরতে ফাঁদ পেতে অভিযান হতে পারে বলে মন্ত্রীদের সতর্ক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'বিজেপি ফাঁদ পেতে রেখেছে, স্টিং অপারেশন করাতে চাইছে।'

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় রদবদলের পর প্রথম বৈঠকেই এই সতর্কতা দেন তিনি।

রাজ্যের সদর দপ্তর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীরা কীভাবে কাজ করবেন, তা বুঝিয়ে দেন মমতা। যেমন ফাইল ভালো করে না পড়ে সই না করা, সাদা কাগজে সই না করা, সই করার জায়গার ওপরে নিচে যেন ফাঁকা জায়গা না থাকে, সেদিকে লক্ষ রাখা ইত্যাদি।

মন্ত্রীদের পাইলট কার এবং লাল বাতি, নীল বাতি ব্যবহারের ক্ষেত্রেও একাধিক নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

তিনি সহকর্মীদের বলেন, 'বিজেপি ফাঁদ পেতে রেখেছে। স্টিং অপারেশন করতে চাইছে । ৫০০ লোককে নানাভাবে কাজে লাগাবে। তাই সাবধানে কাজ করবেন। সতর্ক থাকতে হবে।'

বৈঠকে মুখ্যমন্ত্রী বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কিছুটা বিরক্তির স্বরে মমতা বলেন, 'বালু (জ্যোতিপ্রিয়র ডাকনাম) তোমার নামে এত অভিযোগ শুনছি কেন? পরিচ্ছন্ন ভাবমূর্তি রেখে চলো। কেন আমাকে অভিযোগ শুনতে হবে?’

দমকলমন্ত্রী সুজিত বসুকেও ভালো করে কাজ করার পরামর্শ দেন মমতা।

নতুন সেচমন্ত্রী পার্থ ভৌমিক, পরিবহন প্রতিমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়কেও একাধিক পরামর্শ দেন তিনি।

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও পদ হারানো তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে জেল হেফাজতে রয়েছেন।

পার্থের ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৬০ কোটি নগদ টাকা বাজেয়াপ্ত করেছেন ইডির তদন্তকারীরা।

অন্যদিকে গরু পাচার মামলায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বীরভূমের প্রতাপশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল সিবিআই হেফাজতে রয়েছেন। দল হিসেবে তৃণমূল এই ঘটনায় কোণঠাসা হয়ে পড়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত। তাই মমতা মন্ত্রিসভার সদস্যদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন বলে তাদের ধারণা।

এ বিভাগের আরো খবর