বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাশিয়া যাবে চীনের সেনাদল

  •    
  • ১৮ আগস্ট, ২০২২ ১৩:৩৩

আগস্টের ৩০ তারিখ থেকে সেপ্টেম্বরের ৫ তারিখ পর্যন্ত ‘ভস্তক (পূর্ব)’ নামের সামরিক মহড়া চালাবে রুশ সেনারা এবং সে মহড়ায় বিদেশি সেনারাও অংশ নেবে। সে মহড়ায় অংশ নেবে চীনের সেনাদলও।

এ মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে রাশিয়া যাবে চীনের সেনাদল।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত মাসে মস্কো ঘোষণা করেছিল যে আগস্টের ৩০ তারিখ থেকে সেপ্টেম্বরের ৫ তারিখ পর্যন্ত ‘ভস্তক (পূর্ব)’ নামের সামরিক মহড়া চালাবে রুশ সেনারা এবং সে মহড়ায় বিদেশি সেনারাও অংশ নেবে।

সে সময় কোন কোন দেশের সেনারা অংশ নেবে, তা জানানো হয়নি।

তবে এখন জানানো হয়েছে, চীন ছাড়াও এই মহড়ায় অংশ নিচ্ছে ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও অন্যান্য দেশ।

উল্লেখ্য, চীন ও রাশিয়ার মধ্যে উষ্ণ সম্পর্ক রয়েছে এবং উভয় দেশই এ সম্পর্ককে অনন্য উচ্চতায় নিতে চায়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হয় দেশটি। সে সময় ক্রেমলিনের পাশে দাঁড়ায় বেইজিং।

রাশিয়ার প্রাকৃতিক গ্যাস, জ্বালানি তেল ও অস্ত্রের প্রধান ক্রেতা চীন। সাম্প্রতিক সময়ে চীন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি আমদানি বৃদ্ধি করেছে।

এ ছাড়া সম্প্রতি তাইওয়ানে আমেরিকার হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফরে চীন-আমেরিকার উত্তেজনা সৃষ্টি হলে বেইজিংয়ের পক্ষ নেয় মস্কো।

এ বিভাগের আরো খবর