বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেই জাপানি তরুণদের মদ্যপানে অনীহা দেশটির কর্তৃপক্ষকে চিন্তায় ফেলেছে।
বর্তমান প্রজন্ম তাদের বাবা-মায়ের তুলনায় অনেক কম মদ পান করে। ১৯৯৫ সালে একজন জাপানি যেখানে বছরে গড়ে ১০০ লিটার মদ পান করতেন, ২০২০-এ এসে তা হ্রাস পেয়ে হয়েছে ৭৫ লিটার।
জাপান টাইমস বলছে, ১৯৮০ সালে মোট সংগৃহীত ট্যাক্সের ৫ শতাংশ ছিল মদশিল্প থেকে, সেখানে ২০২০ সালে মদশিল্প থেকে ট্যাক্স সংগ্রহ করা হয়েছে মাত্র ১.৭ শতাংশ।
ফলে সেকের (রাইস ওয়াইন) মতো মদ থেকে যে পরিমাণ ট্যাক্স সংগ্রহ করত তা অনেক কমে এসেছে।
ট্যাক্স কমে যাওয়ায় চিন্তায় পড়েছে দেশটির কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতে মদ থেকে মুখ ফিরিয়ে নেয়া তরুণ প্রজন্মকে মদে আকৃষ্ট করতে ‘সেক ভাইভা’ নামে প্রচারাভিযান শুরু করেছে জাপানের ট্যাক্স বিভাগ।
কর্তৃপক্ষ আশাবাদী, নতুন এই প্রচারাভিযানে তরুণসমাজ মদের প্রতি আগ্রহী হবে। যদিও মদ্যপানের ক্ষতিকর দিক থাকায় কেউ কেউ এর সমালোচনাও করেছেন।
‘সেক ভাইভা’ প্রচারাভিযানে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে ২০ থেকে ৩৯ বছর বয়সী জাপানিদের মদসংক্রান্ত ব্যাবসায়িক ধারণাগুলো তাদের সমবয়সীদের মধ্যে শেয়ার করতে হবে। তারা গ্রুপ হয়েও কাজটি করতে পারবে। সে ক্ষেত্রে গ্রুপের সদস্য হতে হবে ৩ জনের বেশি।
পরিকল্পনা অনলাইনেই সাবমিশন করতে হবে এবং প্রতিযোগিতায় যোগদানের জন্য কোনো এন্ট্রি ফি রাখা হয়নি।
প্রতিযোগীদের সেপ্টেম্বর পর্যন্ত তাদের ব্যাবসায়িক পরিকল্পনা পেশ করার সুযোগ পাবেন। নভেম্বরে চূড়ান্ত প্রস্তাব উপস্থাপনের আগে বিশেষজ্ঞদের সাহায্যে সেরা প্রকল্পগুলো তৈরি করা হবে।