মধ্য সোমালিয়ায় আমেরিকার বিমান হামলায় ১৩ আল-শাবাব জঙ্গি নিহত হয়েছেন।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সোমালিয়ার রাষ্ট্রীয় টেলিভশনে দেশটির কর্মকর্তারাই এমনটা জানিয়েছেন।
সোমালি ন্যাশনাল টেলিভিশনের খবরে বলা হয়েছে, সোমালি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমালিয়ার সামরিক কর্মকর্তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমোদন নেই, তাই নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা আনাদোলুকে জানিয়েছেন, আমেরিকা বিমান হামলা চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করেছে।
যদিও আমেরিকার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এর আগে আমেরিকার সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, ৯ আগস্ট সোমালিয়ার প্রদেশ হিরানের রাজধানী বেলেডওয়েনের লাচজে সোমালি ন্যাশনাল আর্মির ওপর যারা আক্রমণ করেছিল, সেই আল শাবাব গোষ্ঠীর ওপর তিনটি বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এই হামলাগুলোতে আল-শাবাবের ৯ সদস্য নিহত হন।