ভালোবাসা শুধু যে অন্ধ তা-ই নয়, বরং কখনও কখনও হয়ে ওঠে যেন এক অন্ধগলি। এ গলি দিয়ে রওনা হলে আর ফেরার পথ আবিষ্কার হওয়ার সম্ভাবনা থাকে কমই। ব্যাপারটি কী আসলেই এমন?
অন্তত ‘সহমরণের পথে যাত্রা করা’ ভারতের এক প্রেমিক যুগলকে দেখলে এমনই মনে হতে পারে। দীর্ঘদিন ধরে প্রাণঘাতী রোগ এইডসে আক্রান্ত প্রেমিকের রক্ত স্বেচ্ছায় নিজের শরীরে নিয়েছেন প্রেমিকা।
ভালোবাসার প্রমাণ দিতেই নাকি ওই কিশোরী এ কাণ্ড করে বসেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম।
আসামের সুয়ালকুচি জেলার এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রেমিককে। আর স্বাস্থ্য পরীক্ষার পর প্রেমিকাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।
ফেসবুকে পরিচয়ের পর তিন বছর ধরে এই প্রেমের সম্পর্ক তাদের। বেশ কয়েক বার প্রেমিকের সঙ্গে পালিয়েও গিয়েছিল ১৫ বছর বয়সী প্রেমিকা। তবে পরিবার বারবারই ফিরিয়ে আনে তাকে।
এরই ধারাবাহিকতায় এইডসে আক্রান্ত প্রেমিকের রক্ত ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরে নিয়ে নেন ওই কিশোরী। এমন কাণ্ডে প্রেমিক যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে তরুণীর পরিবার।
চিকিৎসকরা বলছেন, এইডসে আক্রান্ত কোনো রোগীর রক্ত শরীরের বহন করলে প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে। ওই তরুণীরও মৃত্যুঝুঁকি আছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এইডস আক্রান্ত প্রেমিকের রক্ত নিজের শরীরে নেয়া তরুণীর খবর ছড়িয়ে পড়েছে। কেউ কেউ পক্ষে আবার কেউ কেউ বিপক্ষে মন্তব্য করছেন এ নিয়ে।