যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে দাম বেড়েছে ভারতীয় রুপির, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। ব্লুমবার্গের তথ্য অনুসারে, মঙ্গলবার শুরুতে ডলারের বিপরীতে রুপির মান ছিল ৭৮.৯৩, যা দিনের সর্বোচ্চ সময়ে ৭৮.৪৯-এ পৌঁছায়। আগের সেশনে রুপি ৭৯.০২-এ আটকে ছিল।
গত মাসে রুপি সর্বকালের সর্বনিম্ন ৮০.০৬-এ পৌঁছেছিল। এখনও, রুপির বিপরীতে ডলার ৫.৬ শতাংশ বেড়েছে।
তাইপেইতে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে, এমন আশঙ্কা চেপে বসেছে বিনিয়োগকারীদের। এ সফর তাদের জন্য একটি নতুন চাপের কেন্দ্র তৈরি করছে, যারা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের মন্দা, বিশ্বব্যাপী হার বৃদ্ধি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সম্ভাবনা নিয়ে কাজ করছেন।
অভ্যন্তরীণ পুঁজিবাজারে এফআইআই প্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি ডলারে ব্যাপক দুর্বলতার কারণে ভারতীয় রুপির দর সম্প্রতি বেড়েছে।
এলকেপি সিকিউরিটিজের ভিপি রিসার্চ অ্যানালিস্ট যতীন ত্রিবেদী বলেন, ‘অপরিশোধিত তেলের দুর্বলতাও বাজারকে রুপির জন্য ইতিবাচক থাকতে সাহায্য করেছে।’
বিশ্বব্যাপী মন্দার উদ্বেগের মধ্যে ব্রেন্ট ক্রুড ফিউচার ৭৭ সেন্ট বা ০.৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৯.২৬ ডলারে নেমে এসেছে। ব্যবসায়ীরা ওপেক সভার ফলাফলের দিকেও চোখ রাখছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে সৌদি সফরে আরও বেশি বিনিয়োগ করার আহ্বানের পর দামে এ পরিবর্তন আসে।
গৃহস্থালী ইক্যুইটি বাজারগুলো মঙ্গলবার দুর্বল ছিল। বিএসই সেনসেক্স এবং নিফটি প্রতিটিতে প্রায় ০.৫ শতাংশ কমেছে।
সোমবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজারে নেট ক্রেতা ছিলেন। এক্সচেঞ্জ ডেটা অনুসারে এদিন তারা দুই হাজার ৩২০ কোটি রুপির শেয়ার কিনেছেন।
বিশ্লেষকরা বলছেন, চলতি সপ্তাহের গুরুত্ব পাবে শুক্রবারের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নীতি বিবৃতি।
এক চিঠিতে বার্কলেসের এমডি এবং চিফ ইন্ডিয়া ইকোনমিস্ট রাহুল বাজোরিয়া বলেন, ‘আমরা আশা করি যে এমপিসি আগামী সপ্তাহে নীতিগত হারে ৩৫ বিপিএস বাড়াতে সর্বসম্মতভাবে ভোট দেবে। আন্তর্জাতিক দ্রব্যমূল্য কমার ফলে পরিস্থিতি কিছুটা প্রশমিত হলেও, আমরা মনে করি উচ্চ মূল্যস্ফীতির হার নীতিগত দৃষ্টিভঙ্গির জন্য কিছু সতর্কতা অব্যাহত রাখবে।
‘যদিও নিকট সময়ে মুদ্রাস্ফীতি বাড়তে পারে। তবে আমরা মনে করি এমপিসি দাবি করতে পারে যে দামের চাপ শীর্ষে পৌঁছেছে। সামান্য হলেও মূল্যস্ফীতির পূর্বাভাস কমিয়ে অনুকূল বাতাস বইতে পারে।’