বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের হামলায় আল কায়েদা প্রধান জাওয়াহিরি নিহত

  •    
  • ২ আগস্ট, ২০২২ ০৮:১২

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে দেয়া ঘোষণায় ড্রোন হামলায় জাওয়াহিরি নিহতের বিষয়টি জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ'র চালানো ড্রোন হামলায় আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে দেয়া ঘোষণায় বিষয়টি জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন তার ঘোষণায় বলেন, ‘আমি একটি নির্ভুল হামলা অনুমোদন করেছি, যা তাকে যুদ্ধক্ষেত্র থেকে একেবারে এবং আজীবনের জন্য সরিয়ে দিয়েছে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৭১ বছর বয়সী জাওয়াহিরি তার পরিবারের সঙ্গে মিলিত হতে কাবুলের প্রাণকেন্দ্রে গিয়েছিলেন। সেখানেই তার ওপর ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৬ টা ১৮ মিনিটে ড্রোনের মাধ্যমে দুটি হেলফায়ার মিসাইল ব্যবহার করে জাওয়াহিরির সুনির্দিষ্ট অবস্থানে হামলা চালানো হয়। এই হামলার সময় কাবুলে যুক্তরাষ্ট্রের কোনো কর্মী ছিল না।

জাওয়াহিরি যেই বাড়িটিতে অবস্থান করছিলেন তার মালিক আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি।

যুক্তরাষ্ট্র বলছে, কাবুলে জাওয়াহিরির উপস্থিতি স্পষ্টতই দোহা চুক্তির লঙ্ঘন। তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাল্টা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রই হামলা চালিয়ে দোহা চুক্তি লঙ্ঘন করেছে।

শনিবারের এই হামলার আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তালেবানকে কোনো সতর্কবার্তা দেয়া হয়নি। হামলায় জাওয়াহিরির পরিবার, মেয়ে ও সন্তানদের লক্ষ্যবস্তু বানানো হয়নি এবং তারা অক্ষত রয়েছেন।

১১ বছর আগে পাকিস্তানের অ্যাবোটাবাদে নেভি সিলের এক মিশনে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হন। এরপর আয়মান আল জাওয়াহিরিই সংগঠনটির প্রধান ও আন্তর্জাতিক মুখপাত্র হয়ে উঠেছিলেন।

আয়মান আল জাওয়াহিরি ওসামা বিন লাদেনের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ব্যক্তি ছিলেন। নিহতের আগে জাওয়াহিরির বিষয়ে তথ্য দেয়ার জন্য এফবিআই ২৫ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করেছিল।

এ বিভাগের আরো খবর