অধিকৃত ক্রিমিয়ায় নৌবাহিনী দিবস উদযাপন বাতিল করেছে রাশিয়া। সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভের বরাতে রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ব্ল্যাক সি ফ্লিট সদর দপ্তরে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নৌবহরটি দীর্ঘদিন ধরে সেভাস্তোপলে অবস্থান করছিল।
তবে ইউক্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তা সেরহি ব্রাচুক রাশিয়ার এ প্রতিবেদনকে ‘উসকানি’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘ক্রিমিয়ার মুক্তি অন্যরকমভাবে দক্ষতার সঙ্গে ঘটবে।’
রাশিয়ান বাহিনী ২০১৪ সালে ক্রিমিয়াকে অধিভুক্ত করে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল রাশিয়া। অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়।
নৌবাহিনী দিবস রাশিয়ায় বার্ষিক ছুটির একটি। রোববার রাশিয়াজুড়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নিজ শহর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠানের তদারক করছেন।
এক টেলিগ্রাম পোস্টে সেভাস্তোপল গভর্নর বলেন, ‘অজ্ঞাত একটি বস্তু (ব্ল্যাক সি) ফ্লিট সদর দপ্তরের আঙিনায় উড়ছিল। প্রাথমিক তথ্য অনুসারে এটি ড্রোন ছিল। ইউক্রেনীয়দের এ হামলায় ছয়জন আহত হয়েছেন।’
ইউক্রেনে অভিযানকে বৈধ করার জন্য রাশিয়া প্রায়ই ইউক্রেনীয় কর্তৃপক্ষকে ‘নাৎসি’ বলে অভিযুক্ত করেছে।
এপ্রিলে ব্ল্যাক সি ফ্লিটে হামলা হয়। কিয়েব দাবি করছে, নেপচুন মিসাইল দিয়ে বহরের ফ্ল্যাগশিপ মস্কভাকে ডুবিয়ে দেয়া হয়েছিল।
রাশিয়া অবশ্য এ দাবি উড়িয়ে দিয়েছে। মস্কো বলছে, গোলাবারুদ বিস্ফোরণের কারণে বোর্ডে বড় আগুন লেগেছিল। ইউক্রেনীয় সেনারা এ ঘটনায় জড়িত না। ঝড়ের কবলে পড়ে এটি ডুবে গিয়েছিল।
জাহাজের মৃত্যুতে কতজন রাশিয়ান নাবিক নিহত বা আহত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।