বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মডেলদের ছবি ফটোশপ করে বিতর্কে স্পেন সরকার

  •    
  • ৩১ জুলাই, ২০২২ ১৮:২৮

শুধু সিয়ান নয়, পোস্টারের ব্যবহার করা নারীদের মধ্যে আরও দুই জন বলেছেন, তাদের ছবিও অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। তাদের একজন নিওম নিকোলাস উইলিয়ামস। ইনস্টাগ্রাম থেকে নিওমের একটি ছবি নিয়ে স্বর্ণালি বিকিনি পরিয়ে তার ছবি ব্যবহার করা হয়েছে পোস্টারে। এছাড়া রাশিয়া গালাভো নামে এক ব্রাজিলিয়ান মডেলও অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহারের অভিযোগ তুলেছেন। 

একজন ব্রিটিশ মডেল দাবি করেছেন, স্প্যানিশ সরকার অনুমতি ছাড়াই তাদের একটি পোস্টারে তার ছবি ব্যবহার করেছে। শুধু তাই নয়, ছবিতে তার কৃত্রিম পা এডিট করে জুড়ে দেয়া হয়েছে অন্য কারও পা।

ছবিটি স্পেনের সমতা বিষয়ক মন্ত্রণালয়ের প্রচারের অংশ হিসেবে একটি পোস্টারে ব্যবহার করা হয়। এই পোস্টারে নানান বয়স এবং শারীরীক বৈশিষ্ট্যের নারীদের সাগর তটে অবকাশযাপনের ছবি রয়েছে। পোস্টারের শিরোনাম, ‘গ্রীষ্মের উষ্ণতা আমাদেরও’।

৩২ বছর বয়সী মডেল সিয়ান গ্রিন-লর্ডের একটি ছবিও ব্যবহার করা হয়েছে পোস্টারে। অথচ তার কোনো অনুমতি নেয়া হয়নি। অন্য এক জায়গায় তোলা সিয়ানের ছবিটি কাট করে কৃত্রিম পা ঢেকে দেয়া হয়েছে সেখানে।

সিয়ান বলছেন, তিনি এই প্রচার সম্পর্কে জানতে পারেন বন্ধুদের করা মেসেজ থেকে। তিনি বলেন, ‘ছবিতে আমার সাঁতারের পোশাকও পরিবর্তন করে দেয়া হয়েছে। আমি বোঝাতে পারব না অনুমতি ছাড়া ছবি ব্যবহার করায় কতটা রাগ হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি আসলেই জানি না কী বলব। তবে এটি ভুলের চেয়েও বেশি।’

২০১৩ সালে নিউ ইয়র্কে ছুটিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার মুখে পড়েন সিয়ান। এরপর তার একটি পা কেটে ফেলা হয়।

শুধু সিয়ান নয়, পোস্টারের ব্যবহার করা নারীদের মধ্যে আরও দুই জন বলেছেন, তাদের ছবিও অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। তাদের একজন নিওম নিকোলাস উইলিয়ামস। ইনস্টাগ্রাম থেকে নিওমের একটি ছবি নিয়ে স্বর্ণালি বিকিনি পরিয়ে তার ছবি ব্যবহার করা হয়েছে পোস্টারে। এছাড়া রাশিয়া গালাভো নামে এক ব্রাজিলিয়ান মডেলও অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহারের অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে স্পেন সরকারের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে পোস্টারের ডিজাইনার দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি ছবি নিয়ে বিতর্ক সমাধানের সবচেয়ে ভালো উপায় হলো কাজের জন্য আমি যে অর্থ পেয়েছি তা পোস্টারের মডেলদের মাঝে সমানভাবে ভাগ করে দেয়া।

‘আশা করি যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টির সমাধান করতে পারব। আমি ভুলগুলো মেনে নিয়েছি এবং বিব্রতকর পরিস্থিতি সমাধানের চেষ্টা করছি।’

এ বিভাগের আরো খবর