বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুশ হামলার তোয়াক্কা না করে স্বাভাবিক জীবনে

  •    
  • ৩১ জুলাই, ২০২২ ১১:১৭

সাংবাদিক ইভান ওয়াটসন বলেন, ‘যুদ্ধক্ষেত্রের খুব কাছাকাছি বসবাস করলেও ইউক্রেনীয়দের মধ্যে এখন আর দেখা যাচ্ছে না আতঙ্ক ও শঙ্কা। তারা রুশ ক্ষেপণাস্ত্র হামলার হুমকিকেও তোয়াক্কা না করে নতুন জীবনব্যবস্থাকে সাদরে গ্রহণ করেছেন।’

রাশিয়ার সামরিক ও ক্ষেপণাস্ত্র হামলাকে আর গুরুত্ব দিয়ে দেখছেন না ইউক্রেনের সাধারণ নাগরিকরা। দৃঢ় মনোবল নিয়ে নতুন ‘স্বাভাবিক জীবনে’ ফিরতে শুরু করেছেন তারা।

রুশ বাহিনীর সঙ্গে সশস্ত্র যুদ্ধক্ষেত্র থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে কৃষ্ণসাগরের উপকূলবর্তী শহর জেপোরিজ্জিয়া। সেখানকার চিত্র ঘুরে দাঁড়ানোর এমন বার্তাই দিচ্ছে।

দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হামলাকে অগ্রাহ্য করে শহরের সড়ক, পার্ক, থিয়েটার ও কর্মস্থলে নতুন জীবনের সঙ্গে খাপ খেয়ে দৈনন্দিন কাজ করে যাচ্ছেন হাজারো সাহসী ইউক্রেনীয়।

উপকূলবর্তী এই শহরটিতে বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদক ইভান ওয়াটসন চলতি বছরের এপ্রিলে গিয়েছিলেন। ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ হামলার দ্বিতীয় মাস ছিল তখন। হামলা থেকে প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে পালাচ্ছিলেন ইউক্রেনীয়রা। অধিকাংশ গাড়ির গ্লাসে ‘শিশু রয়েছে’ এমন কাগজ সাঁটানো ছিল। ইউক্রেনের সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, কোনো কোনো দিন যুদ্ধক্ষেত্রে তারা ২০০-এর বেশি সেনা হারিয়েছেন।

জেপোরিজ্জিয়া শহরের একটি পার্কে শিশু নিয়ে বেড়াতে যান বাবা-মায়েরা। ছবি: সিএনএন

সম্প্রতি সেই শহরে ফের সংবাদ সংগ্রহে যান তিনি। তখনই নতুন এই চিত্র ধরা পড়ে তার কাছে। যুক্তরাষ্ট্রে ফিরে তৈরি করেন এই প্রতিবেদন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের ক্ষত ও গ্লানি ভুলে গিয়ে নতুন জীবন ও পরিস্থিতিকে আলিঙ্গন করে নিয়েছেন ইউক্রেনের নাগরিকরা।

এখন তারা শিশুদের নিয়ে সৈকতে বেড়াতে যাচ্ছেন। সূর্যস্নান করছেন তারা। সড়কে দেখা যাচ্ছে কর্মস্থলমুখী মানুষ আর গাড়ি।

সাংবাদিক ইভান ওয়াটসন বলেন, ‘যুদ্ধক্ষেত্রের খুব কাছাকাছি বসবাস করলেও ইউক্রেনীয়দের মধ্যে এখন আর দেখা যাচ্ছে না আতঙ্ক ও শঙ্কা। তারা রুশ ক্ষেপণাস্ত্র হামলার হুমকিকেও তোয়াক্কা না করে নতুন জীবনব্যবস্থাকে সাদরে গ্রহণ করেছেন।’

সেই সঙ্গে ‘কৃষ্ণসাগরের মুক্তা’ নামে পরিচিত উপকূলীয় এই শহরটিতে জমে উঠেছে ঐতিহ্যবাহী ব্যালেট পার্লফরমেনস, গান-নাচের আসর।

জনপ্রিয় নৃত্যশিল্পী ক্যাথরিনা কালচেনকোর দলীয় অভিনয় ও দলবদ্ধ নৃত্য মন্ত্রমুগ্ধ করে দেয় হাজারো দর্শককে। ছবি: সিএনএন

রুশ ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে উঠলে থিয়েটারের বেজমেন্টে দর্শকের সঙ্গে আশ্রয় নেন জনপ্রিয় নৃত্যশিল্পী ক্যাথরিনা কালচেনকোসহ অন্য শিল্পীরা। সাইরেন থেমে গেলে আবারও মঞ্চে উঠে ক্যাথরিনার দল। তাদের দৃষ্টিনন্দন অভিনয় ও দলবদ্ধ নৃত্য মন্ত্রমুগ্ধ করে দেয় হাজারো দর্শককে।

প্রতিবেদনে উঠে আসে ইউক্রেনীয়দের অদম্য সাহস আর দৃঢ় মানসিকতা। মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনীয় সেনাদের প্রতি রয়েছে নাগরিকদের অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা।

রুশ ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে উঠলে থিয়েটারের বেজমেন্টে আশ্রয় নেন জনপ্রিয় নৃত্যশিল্পী ক্যাথরিনা কালচেনকোসহ অন্য শিল্পীরা। ছবি: সিএনএন

ইউক্রেনীয়রা জেনে গেছে যে কিয়েভের দীর্ঘমেয়াদি যুদ্ধকৌশলের মাধ্যমে ধীরে ধীরে শক্তি হারিয়ে আরও দুর্বল হয়ে যাবে বিশাল রুশ বাহিনী। এর পরই তাদের হারানো অঞ্চলে নিয়ন্ত্রণ ফিরে পাবেন কিয়েভবাসী।

এ বিভাগের আরো খবর