করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছর গড় আয়ু কমেছে জাপানের নারী ও পুরুষদের।
দেশটিতে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির বছর ২০১১ সালের পর ২০২১ সালে প্রথম গড় আয়ু কমে বলে জানানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত ডেটায়।
জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত ডেটায় দেখা যায়, গত বছর জাপানে নারীদের গড় আয়ু ছিল ৮৭.৫৭ বছর। সে হিসাবে আগের বছরের তুলনায় নারীদের গড় আয়ু কমেছে ০.১৪ বছর।
একই বছর পুরুষদের গড় আয়ু ছিল ৮১.৪৭ বছর, যা ১২ মাস আগের তুলনায় ০.০৯ বছর কম।
গড় আয়ু কমার জন্য করোনাভাইরাস মহামারিকে দায়ী করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি বলেন, গত বছর বেশির ভাগ মানুষের মৃত্যুর জন্য দায়ী করোনা।
মহামারির দ্বিতীয় বছর ২০২১ সালে জাপানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হয়। দেশটিতে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টে ব্যাপক মানুষ আক্রান্ত হন। করোনায় মৃত্যুর বড় ঝুঁকিতে থাকেন প্রাপ্তবয়স্করা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, জাপানে ২০২১ সালে করোনায় মৃত্যু হয় প্রায় ১৬ হাজার মানুষের।
এদিকে গড় আয়ু কমলেও দীর্ঘায়ু নারীদের তালিকায় জাপান এখনও শীর্ষে। দেশটিতে নারীদের গড় আয়ু ৮৭.৫৭ বছর। বিপরীতে দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরে নারীদের গড় আয়ু যথাক্রমে ৮৬.৫ ও ৮৫.৯ বছর।