বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দখলকৃত ক্রিমিয়া থেকে মিসাইল ছুড়ছে রাশিয়া

  •    
  • ২৮ জুলাই, ২০২২ ২১:১৩

ইউক্রেনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ওলেক্সি গ্রোমভ সাংবাদিকদের বলেন, ‘রুশ বাহিনী লুটিজ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার সকালে ৬টি কালিব্র ক্রুজ মিসাইল ছুড়েছে।

রাজধানী কিয়েভের কাছের একটি সামরিক ঘাঁটি রুশ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর সামরিক স্থাপনায় হামলার কথা খুব কমই স্বীকার করেছে কিয়েভ শাসকরা।

ইউক্রেনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ওলেক্সি গ্রোমভ সাংবাদিকদের বলেন, ‘রুশ বাহিনী লুটিজ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার সকালে ৬টি কালিব্র ক্রুজ মিসাইল ছুড়েছে।

‘রাজধানী থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) উত্তরে হামলাটি হয়। এতে একটি ভবন ধ্বংস হয়েছে; ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি।’

মিসাইলগুলো ক্রিমিয়া থেকে ছোড়া হয়েছে জানিয়ে গ্রোমভ বলেন, একটিকে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়।’

ইউক্রেনের কাছ থেকে ২০১৪ সালে ক্রিমিয়া অঞ্চল দখলে নেয় রাশিয়া।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিগিভ অঞ্চলেও হামলা হয়েছে বলে জানান গ্রোমভ। বলেন, ‘মস্কোর মিত্র প্রতিবেশী বেলারুশ থেকে সেখানে হামলা হয়েছে। কয়েকজন সেনা এতে আহত হয়েছে। এর আগে ডনবাসের সিভর্স্ক এবং বাখমুতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল রুশ বাহিনী।‘'

‘হাল ছাড়ব না’

রাশিয়ার দখল করা খেরসন অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ চালাচ্ছে। গত দুই সপ্তাহে সেখানের তিনটি গ্রাম পুনরুদ্ধার করেন ইউক্রেনীয় সেনারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘এটি একটি উদ্বেগজনক সকাল। আবারও মিসাইল সন্ত্রাস হচ্ছে। তবে আমরা হাল ছাড়ব না।’

গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘সেন্ট্রাল ডিনিপ্রো অঞ্চলে হামলায় অন্তত একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।’

হামলা হয়েছে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে গত রাতে দুটি এস-৩০০ মিসাইল আঘাত হানে। সেই সঙ্গে চলে গোলাবর্ষণ। এতে সেখানে আগুন লেগে যায়। এসব নিশ্চিত করেছেন খারকিভের মেয়র ইগর তেরেখভ।

স্বস্তিতে নেই সাউদার্ন অঞ্চলের বাসিন্দারা। আঞ্চলিক গভর্নর ভিটালি কিম বলেছেন, মাইকোলাইভ অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণে একজন আহত হয়েছেন; ধ্বংস হয়ে গেছে একটি স্কুল ভবন।

এ বিভাগের আরো খবর