ফিলিপাইনের লুজন দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের ফলে দেশটির উত্তর প্রদেশের একটি হাসপাতালসহ বেশ কয়েকটি ভবন বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার আঘাত হানা এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১।
ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির ডোলোরস শহরের প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ১০ কিলোমিটার গভীরে। রাজধানী ম্যানিলাতেও ভূকম্পন অনুভূত হয়েছে।
তবে ভূমিকম্পের ফলে কোনো গুরুতর আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।
উত্তরের আবরা প্রদেশে ভূমিকম্পের ফলে ধসে পড়া হাসপাতাল থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। সেখানেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
২ লাখ ৫০ হাজার বাসিন্দার আবরা প্রদেশের গভর্নর জয় বার্নোস তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে ক্ষতিগ্রস্ত হাসপাতালের ছবি পোস্ট করেছেন।
লাগানগিলাং শহরের মেয়র রোভলিন ভিলামোর বলেন, ‘আমরা এখনো আফটারশক অনুভব করছি। বাড়িঘরের ক্ষয়ক্ষতির খবর পেয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
আফটার শকের কারণে বাড়িতে থাকতে পারছেন না আবরা প্রদেশের বাসিন্দারা
ভূমিকম্পের ফলে প্রদেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আফটারশকের কারণে এখনো বাসিন্দারা ঘরে থাকতে পারছেন না। তারা খোলা স্থানে অবস্থান করছেন।
ভূমিকম্পের পরে রাজধানী ম্যানিলাতেও মেট্রো চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।
প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ও ভূকম্পনগতভাবে সক্রিয় প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে ফিলিপাইনের অবস্থান। রিং অফ ফায়ার মূলত একটি আগ্নেয়গিরি ও ফল্ট লাইনের ব্যান্ড, প্রশান্ত মহাসাগরের ধারে বৃত্তাকারে এর অবস্থান।