পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ নারী মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি রুপি জব্দ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এরই মধ্যে অর্পিতার সঙ্গে দলীয় কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইডি বলছে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়।
উদয়ন সংঘের পূজার মডেল হয়েছিলেন তিনি। নাকতলার সেই পূজা পার্থ চ্যাটার্জির পূজা বলে সুপরিচিত। সেখান থেকেই মন্ত্রীর সঙ্গে তার পরিচয় হয়।
পুজার মডেল হওয়ার পর থেকেই পার্থের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু অর্পিতার
এ ছাড়া পার্থ শিক্ষামন্ত্রী হিসেবে থাকার সময় অর্পিতা তার আইনি উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
মডেলিংয়ের পাশাপাশি তামিল চলচ্চিত্র ও পশ্চিমবঙ্গের টালিগঞ্জের চলচ্চিত্রেও কাজ করেন অর্পিতা। জিৎ ও প্রসেনজিতের মতো বড় তারকার সহশিল্পী হিসেবে অভিনয় করলেও অভিনেত্রী হিসেবে তিনি খ্যাতি অর্জন করতে পারেননি।
এদিকে ইডির অভিযানে তার বাড়িতে যে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে তার উৎস সম্পর্কে তদন্তকারীদের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি মডেল অর্পিতা।
জিৎ ও প্রসেনজিতের সিনেমায় কাজ করলেও অভিনেত্রী হিসেবে খ্যাতি পাননি অর্পিতা
অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে গচ্ছিত টাকার সঙ্গে শিক্ষক দুর্নীতি মামলার (এসএসসি) কোনো সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছেন ইডির তদন্তকারীরা।
২০ কোটি রুপি নগদ অর্থ ছাড়া অর্পিতার ঘর থেকে ২০টি মোবাইল ফোন, কিছু বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
উদয়ন সংঘের আয়োজিত পুজোর মডেল হয়েছিলেন অর্পিতা
অভিযানের সময় গোটা আবাসনটি আধাসামরিক বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ইডি।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে সিবিআই ও ইডি তদন্ত করছে। তারই অংশ হিসেবে অর্পিতার বাড়িতে অভিযান চালায় ইডি।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে অর্পিতার সঙ্গে কোনো সম্পর্ক নেই দলের। এমন দাবির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক টুইটার পোস্টে তৃণমূল সভানেত্রী মমতা বন্দোপাধ্যায় ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে অর্পিতা বন্দোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেছেন।
শুভেন্দুর পোস্ট করা ছবির বিষয়ে কোনো মন্তব্য করেনি তৃণমূল কংগ্রেস।