বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রিটিশদের যৌনলালসায় ইউক্রেনীয় শরণার্থী শিশুরা

  •    
  • ২৩ জুলাই, ২০২২ ১০:৫৩

পোল্যান্ডের অভিবাসন কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সাক্ষাৎকারের পর ব্রিটিশ শিশুকামীদের পোল্যান্ড ছেড়ে চলে যেতে বলা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, ইউক্রেন থেকে বাস্তুচ্যুত প্রায় ৫ হাজার শিশু সঙ্গীহীন অবস্থায় পোল্যান্ডে রয়েছে। তারা নিরাপদ কি না তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।

পিতা-মাতা নেই এমন হাজার হাজার ইউক্রেনীয় শিশু শরণার্থী আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের চিহ্নিত শিশুকামী অপরাধীরা মানবিক সহায়তার নামে পোল্যান্ড সফর করছে। এমনটাই জানিয়েছে পোল্যান্ডের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ছয় সপ্তাহে ১০ জন চিহ্নিত শিশুকামী যৌন অপরাধী পোল্যান্ড ভ্রমণ করেছেন।

পোল্যান্ডের অভিবাসন কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সাক্ষাৎকারের পর তাদের পোল্যান্ড ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষও এ ধরনের চিহ্নিত অপরাধীদের পোল্যান্ড সফরে বিরত রাখতে কাজ করছে।

এনসিএর মুখপাত্র বলেছেন, ইউক্রেন থেকে বাস্তুচ্যুত প্রায় ৫ হাজার শিশু সঙ্গীহীন অবস্থায় পোল্যান্ডে রয়েছে। তারা নিরাপদ কি না তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।

তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি যে তারা পোল্যান্ড ত্যাগের আগে কোনো ইউক্রেনীয় শিশুর সংস্পর্শে এসেছিল কি না। তবে কর্তৃপক্ষ আন্তরিকভাবেই কাজ করে যাচ্ছে যে এমন ব্যক্তিরা যাতে পোল্যান্ডে অবস্থান করতে না পারেন।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর ফলে সৃষ্ট শরণার্থী সংকটে ইউক্রেনীয় নারী ও শিশুদের জীবন অনিরাপদ হয়ে উঠেছে।

গত মাসে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এমন একটি গ্যাংয়ের নেতাকে গ্রেপ্তার করেছিল।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির গ্যাং শরণার্থী ইউক্রেনীয় নারীদের চাকরির প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তির জন্য তুর্কিয়েতে পাচার করত।

এ বিভাগের আরো খবর