বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউরোপে ফের গ্যাস দিচ্ছে রাশিয়া

  •    
  • ২১ জুলাই, ২০২২ ১৯:৩৭

নর্ড স্ট্রিম-১ পাইপলাইনটি তার ক্ষমতার মাত্র ৪০ শতাংশ সরবরাহ করছে। জার্মানির নেটওয়ার্ক রেগুলেটর প্রধান ক্লাউস মুলার আগেই সতর্ক করেছিলেন যে, গ্যাসপ্রবাহ পুনরুদ্ধার করা উত্তেজনা কমানোর লক্ষণ নয়।

ইউরোপিয়ান ইউনিয়নের আশঙ্কা উড়িয়ে রাশিয়ার সবচেয়ে বড় পাইপলাইন দিয়ে আবারও ইউরোপে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য ১০ দিন আগে এ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল রাশিয়া।

ইইউ সতর্কতায় বলা হয়েছিল, ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে মস্কো। ইউরোপীয় কমিশন বুধবার জানিয়েছিল, রাশিয়া সরবরাহ বন্ধ করে দিলে সামনের সাত মাস গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানো হবে ব্লকের দেশগুলোকে।

নর্ড স্ট্রিম-১ পাইপলাইনটি তার ক্ষমতার মাত্র ৪০ শতাংশ সরবরাহ করছে। জার্মানির নেটওয়ার্ক রেগুলেটর প্রধান ক্লাউস মুলার আগেই সতর্ক করেছিলেন যে, গ্যাসপ্রবাহ পুনরুদ্ধার করা উত্তেজনা কমানোর লক্ষণ নয়।

টুইটে তিনি লেখেন, ‘রাজনৈতিক অনিশ্চয়তা এবং মধ্য জুন থেকে ৬০ শতাংশ কমিয়ে আনা দুর্ভাগ্যবশত রয়ে গেছে।’

Die realen Gasflüsse auf der #NordStream1 liegen über der Nominierung und können heute das Vor-Wartungsniveau von ca. 40% Auslastung (ca 700 GWh/d) erreichen.Die politische Unsicherheit und die 60%ige Kürzung von Mitte Juni bleiben leider bestehen. @bnetza @bmwk https://t.co/9vwoWkZ439

— Klaus Müller (@Klaus_Mueller) July 21, 2022

রাশিয়া গত বছর ইউরোপে তাদের প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ সরবরাহ করেছিল। জার্মানি ২০২০ সালে ইউরোপের সবচেয়ে বড় আমদানিকারক ছিল। তবে রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরতা ৫৫-৩৫ শতাংশ কমিয়েছে বার্লিন। ইউক্রেন ইস্যুতে এখন তারা রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করতে চাচ্ছে।

রাশিয়ায় নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমা রাষ্ট্রগুলো উল্টো আতঙ্কে আছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য ইউরোপকে অভয় দিয়েছেন। জানিয়েছেন, রাষ্ট্রীয় গ্যাস সংস্থা-গ্যাজপ্রম তার চুক্তির সব শর্ত পূরণ করবে।

রাশিয়া গত মাসে জার্মানিতে সরবরাহ করা গ্যাসের পরিমাণ ৬০ শতাংশ কমিয়ে দেয়। মস্কো জানায়, টারবাইনে সমস্যা থাকার কারণে গ্যাসের সরবরাহ কমে গেছে।

সে সময় গ্যাজপ্রম দাবি করে, টারবাইন মেরামতের জন্য কানাডার একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। তবে সেই কোম্পানি ঠিক সময়ে টারবাইন মেরামত করতে পারেনি।

টারবাইনটি এখন রাশিয়ায় পাঠানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি বলেছেন, এটি ফেরত না দিলে সরবরাহ আরও কমিয়ে আনতে হবে তাদের।

এ বিভাগের আরো খবর