ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উত্তরসূরি নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে গণনা শুরু হয়। শিগগিরই ফল প্রকাশ করা হবে।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, ভোটে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) প্রার্থী দ্রৌপদী মুর্মু এগিয়ে রয়েছেন। তার সঙ্গে ভোটে লড়ছেন সম্মিলিত বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহা।
ভোটে জিতলে প্রথম আদিবাসী নারী হিসেবে ভারতের শীর্ষ সাংবিধানিক পদে বসবেন দ্রৌপদী মুর্মু।
গত সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শেষ হয়। নির্বাচনে ৪ হাজার ৭৯৬ ইলেক্টরের ৯৯ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ওই ইলেক্টরদের ৭৭১ জন এমপি এবং চার হাজার ২৫ জন বিধায়ক।