বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্যাক্টচেকার জুবায়েরকে মুক্তির নির্দেশ

  •    
  • ২০ জুলাই, ২০২২ ১৬:৩৫

শুনানিতে আদালত বলেছে, জুবায়েরকে ক্রমাগত আটকে রাখা এবং অন্তহীনভাবে বিভিন্ন কোর্টে মামলায় জড়িয়ে রাখার কোনও যৌক্তিকতা নেই।

সব মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ভারতভিত্তিক ফ্যাক্টচেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহপ্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ জুবায়ের। তাকে অবিলম্বে কারাগার থেকে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, সূর্যকান্ত এবং এএস বোপান্নার বেঞ্চ বুধবার এ নির্দেশ দেয়। জুবায়েরের বিরুদ্ধে করা সাতটি মামলায় জামিনের নির্দেশ দিয়ে উচ্চ আদালত বলেছে, সন্ধ্যা ৬টার মধ্যে তাকে কারাগার থেকে মুক্তি দিতে হবে।

জামিন আবেদনের শুনানিতে আদালতের বিচারক বলেন, আমরা মনে করি, সব মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দেওয়া উচিত। এটি আইনের একটি নির্দিষ্ট নীতি যে গ্রেপ্তারের ক্ষমতা অবশ্যই সংক্ষিপ্তভাবে অনুসরণ করা উচিত। বর্তমান ক্ষেত্রে তাকে অন্তহীন অবস্থায় আটকে রাখার কোনো যুক্তি নেই।

সুপ্রিম কোর্ট বলেছে, দিল্লি পুলিশের দ্বারা তাকে মোটামুটিভাবে নিরবচ্ছিন্ন তদন্ত করা হয়েছে বলে আমরা তার স্বাধীনতাকে আর আটকানোর কোনো কারণ দেখি না।

উত্তরপ্রদেশ সরকার আদালতকে টুইট করা থেকে তাকে থামাতে অনুরোধ করেছিল। অনুরোধ প্রত্যাখ্যান করে আদালত।

উত্তরপ্রদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, এটা একজন আইনজীবীকে আর কোনো তর্ক না করার জন্য বলার মতো অনুরোধ। একজন সাংবাদিককে আপনি কীভাবে বলতে পারেন যে তিনি লিখতে পারবেন না? তিনি যদি এমন কিছু করেন যা আইন লঙ্ঘন করে, তাহলে তিনি আইনের কাছে জবাবদিহি করতে পারেন।

তিনি বলেন, কিন্তু আমরা কীভাবে একজন নাগরিকের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নিতে পারি যখন তিনি তার আওয়াজ তুলছেন? প্রত্যেক নাগরিক সরকারি বা ব্যক্তিগতভাবে যা করেন তার জন্য জবাবদিহি করতে পারেন। সুতরাং আমরা এমন কোনও আদেশ দেব না।

আদালত নির্দেশ দিয়েছে, জুবায়েরকে ২০ হাজার টাকার জামিন বন্ড পেশ করতে হবে পাতিয়ালা হাউসে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে। এটি জমা দেয়ার পর অবিলম্বে, তিহার জেলের সুপারিনটেনডেন্টকে নিশ্চিত করতে হবে যে জুবায়েরকে সন্ধ্যা ৬টার আগে মুক্তি দেয়া হবে।

আদালতে জুবায়েরের পক্ষে ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাডভোকেটর জেনারেল গরিমা প্রসাদ।

জুবায়েরের সাইট অল্ট নিউজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনার জন্য বেশ পরিচিত।

২০১৮ সালে জুবায়ের টুইটারে একটি ছবি পোস্ট করেন। ছবির সঙ্গে করা মন্তব্যে ইচ্ছাকৃতভাবে একটি নির্দিষ্ট ধর্মের দেবতাকে অপমান করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ওই ঘটনায় গত মাসে পুলিশের কাছে একটি অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গত ২৭ জুন তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে পুলিশ। গ্রেপ্তারের পর দুই দফায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় জুবায়েরকে।

এ বিভাগের আরো খবর