বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অতিসংক্রামক মারবার্গ ভাইরাসে দুই মৃত্যু

  •    
  • ১৮ জুলাই, ২০২২ ২৩:১৪

মারবার্গ বাদুড় থেকে মানুষে সংক্রামিত হয়। এর এখনও কোনো চিকিৎসা নেই। তবে বেশি বেশি পানি পানের পাশাপাশি মৃদু উপসর্গের চিকিৎসা করলে বেঁচে থাকার হার বাড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় মারবার্গ ভাইরাস শনাক্ত হয়েছে দুজনের শরীরে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এটি ইবোলার মতো একটি অত্যন্ত সংক্রামক রোগ। চলতি মাসের শুরুতে ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি মারা গেছেন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ঘানায় ১০ জুলাই প্রথম শনাক্ত হয় এ ভাইরাস। সেনেগালের একটি ল্যাবে ফলাফলগুলো যাচাই করা হয়েছিল।

ঘানা হেলথ সার্ভিস (জিএইচএস) রোববার বিবৃতিতে জানিয়েছে, সেনেগালের ডাকারের ইনস্টিটিউট পাস্তুরে পরীক্ষার ফলগুলোকে যাচাইয়ের পর তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।

‘ভাইরাস ছড়ানোর ঝুঁকি কমাতে কাজ করছে জিএইচএস। শনাক্ত ব্যক্তিরা যাদের কাছাকাছি গিয়েছিলেন, তাদের চিহ্নিত করে আলাদা থাকতে বলা হয়েছে।’

প্রথম শনাক্ত হয়েছিলেন ২৬ বছরের এক পুরুষ। পরদিন তিনি মারা যান। দ্বিতীয় ব্যক্তির বয়স ৫১ বছর। ২৮ জুন শনাক্ত হওয়ার কিছু পরই তার মৃত্যু হয়। দুজন একই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দক্ষিণ ঘানার আশান্তি অঞ্চলের দুজন হাসপাতালে মারা গেছেন। তারা ডায়রিয়া, জ্বর, বমিসহ নানা উপসর্গে ভুগছিলেন।

ঘানার স্বাস্থ্য কর্তৃপক্ষ সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে। আফ্রিকায় ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক মাতশিদিসো মোয়েতি বলেন, ‘এটি ভালো সিদ্ধান্ত। কারণ দ্রুত পদক্ষেপ না নিলে মারবার্গ ব্যাপকহারে ছড়িয়ে পড়তে পারে।’

আফ্রিকায় ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক মাতশিদিসো মোয়েতি। ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকায় মারবার্গের দ্বিতীয় প্রাদুর্ভাব এটি। এই অঞ্চলে ভাইরাসটি প্রথম শনাক্ত হয় গত বছর গিনিতে। এরপর আর কেউ শনাক্ত হয়নি।

১৯৬৭ সাল থেকে বেশ কয়েক দফায় বড় আকারে মারবুর্গের প্রাদুর্ভাব ঘটেছে; বেশির ভাগই দক্ষিণ ও পূর্ব আফ্রিকায়।

ভাইরাসের স্ট্রেন এবং কেস ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে ডব্লিউএইচও বলছে, আক্রান্তে মৃত্যুর হার ২৪ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত হতে পারে।

মারবার্গ বাদুড় থেকে মানুষে সংক্রামিত হয়। এর এখনও কোনো চিকিৎসা নেই। তবে বেশি বেশি পানি পানের পাশাপাশি মৃদু উপসর্গের চিকিৎসা করলে, বেঁচে থাকার হার বাড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এ বিভাগের আরো খবর