করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর পর এবার ১০ লাখ হাজি সৌদিতে হজ পালন করেছেন। গত বছর যেখানে মাত্র ৫০ হাজার হাজি হজ পালন করেছিলেন।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হজবিষয়ক অফিসের প্রধান হিজবুল্লাহ আসুফ সৌদি সরকার হজযাত্রীদের জন্য যে সেবা ও সুবিধার ব্যবস্থা করেছেন তার প্রশংসা করেছেন।
ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার হজযাত্রীদের সেবার জন্য তৈরি তাওয়াফা কোম্পানির হজ সেবার ব্যবস্থাপনা পরিচালক জুহাইর খাত্তাব শাকেরের সঙ্গে বৈঠকের সময় রুশ কর্মকর্তা আসুফ বলেন, শুধু হজযাত্রীদের ক্ষেত্রেই সেবা ও উদ্বেগ ছিল না বাদশা সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের, মক্কা ও মদিনার অন্যান্য পবিত্র ধর্মীয় স্থাপনাতেও হাজিদের যত্ন ও সেবার দিকে লক্ষ্য ছিল সৌদি সরকারের।
জেদ্দায় রাশিয়ার কনসাল জেনারেল ইউসুপ আবাকারভও সাফল্যের সঙ্গে হজ আয়োজন করায় সৌদি আরবের প্রশংসা করেছেন। পদ্ধতিগত, প্রযুক্তিগত ও সাংগঠনিক সুবিধার মাধ্যমে হজযাত্রীদের সেবা দেয়ার আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন।
আবাকারভ রুশ হজযাত্রীদের জন্য তাওয়াফা কোম্পানির দেয়া সেবাগুলোর প্রশংসা করেছেন। এ বছর রাশিয়া থেকে ১২ হাজার ৫০০ জন হজ পালন করেছেন।