রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তামিলনাড়ুর শাসক দল ডিএমকে ও বিরোধী দল এআইএডিএমকে’র দাবি মেনে নিয়েই মঙ্গলবার এই বৈঠক ডাকা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে শ্রীলঙ্কার পরিস্থিতি সম্পর্কে জানাবেন।
রোববার সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে দলগুলোর এক বৈঠকে ডিএমকে’র টি আর বালু এবং এআইএডিএমকে’র এম থাম্বি দুরাই ভারতকে প্রতিবেশী দেশটিতে হস্তক্ষেপ করার দাবি জানান সরকারের কাছে।
বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সাহায্য পাঠানো ছাড়া ভারত এখনও পর্যন্ত সঙ্কটে নির্লিপ্ত ভূমিকা রেখেছে। গত সপ্তাহে একটি অতি সাবধানী বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ‘ভারত শ্রীলঙ্কার জনগণের পাশে দাঁড়িয়েছে। কারণ তারা গণতান্ত্রিক উপায় ও মূল্যবোধ, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং সাংবিধানিক কাঠামোর মাধ্যমে তাদের সমৃদ্ধি ও অগ্রগতির আকাঙ্ক্ষা উপলব্ধি করতে চায়।’
প্রসঙ্গত, গত সাত দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক জরুরি অবস্থার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা।