সুদানে দুই জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। চলমান এই সংঘর্ষে আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ।
দেশটির বার্টি ও হাওসা জাতিগোষ্ঠীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার সহিংসতা শুরু হয়।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জীবন বাঁচাতে উত্তর আফ্রিকার এই দেশটির ব্লু নাইল প্রদেশ থেকে পালিয়েছে বহু পরিবার। এখন পর্যন্ত ১৬টি দোকানে আগুন দেয়া হয়েছে।
সুদানের আল-রোজারেস শহরের স্থানীয় কর্মকর্তা আদেল আগর বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও সেনা প্রয়োজন। অনেক লোক থানায় আশ্রয় নিয়েছেন। তবে অস্থিরতার ফলে অনেকে নিহত ও আহত হয়েছেন।’
সহিংসতা কমানোর জন্য জরুরিভাবে মধ্যস্থতাকারীদের প্রয়োজন বলে মনে করেন আদেল আগর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাদের মোতায়েন করা হয়েছে। রাতে কারফিউ জারি করা হয়েছে।
এক মাসের জন্য যেকোনো ধরনের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করে একটি আদেশ জারি করেছেন ব্লু নাইলের গভর্নর আহমেদ আল-ওমদা।