বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে আইন আনছে ভারত

  •    
  • ১৬ জুলাই, ২০২২ ১৫:১৫

ভারতে ডিজিটাল নিউজ মিডিয়াকে আইনের পরিধিতে আনার জন্য সরকার ঔপনিবেশিক যুগের পিআরবি অ্যাক্ট, ১৮৬৭-এর পরিবর্তে প্রস্তাবিত প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিকালস (পিআরপি) বিল, ২০২২ তৈরি করেছে।

ভারতে ব্রিটিশ আমলের প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস (পিআরবি) অ্যাক্ট, ১৮৬৭ এর পরিবর্তে নতুন আইন প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিকালস বিল, ২০২২ দেশটির সংসদের বর্ষাকালীন অধিবেশনে পেশ করবে ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকার।

ভারতে ১৮ জুলাই থেকে শুরু হবে সংসদের বর্ষাকালীন অধিবেশন।

সরকারি সূত্র জানিয়েছে, ডিজিটাল নিউজ মিডিয়াকে আইনের পরিধিতে আনার জন্য সরকার ঔপনিবেশিক যুগের পিআরবি অ্যাক্ট, ১৮৬৭-এর পরিবর্তে প্রস্তাবিত প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিকালস (পিআরপি) বিল,২০২২ তৈরি করেছে।

এই আইনের মাধ্যমে ভারতে প্রথমবারের মতো ডিজিটাল সংবাদমাধ্যমকে আইনের আওতায় আনা হবে।

আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব থাকবে বিলে।

আইন পাস হওয়ার ৯০ দিনের মধ্যে ডিজিটাল সংবাদমাধ্যমগুলোকে তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে। এই আবেদন করতে হবে প্রেস রেজিস্ট্রার জেনারেলের কাছে।

আইন ভাঙলে রেজিস্ট্রার জেনারেল রেজিস্ট্রেশন বাতিল কিংবা স্থগিত করতে পারবেন।

ডিজিটাল মিডিয়ার রেজিস্ট্রেশনের জন্য প্রশাসনিক মন্ত্রণালয় হবে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে প্রধান করে এর জন্য একটি পৃথক বোর্ডও গঠন করা হবে।

বর্তমানে প্রথাগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন আইন দ্বারা নিয়ন্ত্রিত হলেও ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মগুলো কোনো নিবন্ধন প্রক্রিয়ার আওতায় পড়ে না।

শিল্প সমিতিগুলো বলছে, এটি করার কোনো প্রয়োজন ছিল না।

ভারতে গত বছর দেশটির সরকার তথ্য প্রযুক্তি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস এবং ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) বিধিমালা, ২০২১ প্রবর্তন করেছে, যার অধীনে ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মগুলোর জন্য সরকারের কাছে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছিল।

ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণের চেষ্টা ভারতে প্রথম নয়। ২০১৯ সালেও এই নিয়ে তোড়জোড় শুরু হয়। কিন্তু নানা বিতর্কের জেরে তা স্থগিত হয়ে যায়।

এ বিভাগের আরো খবর