শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা সাবেক প্রেসিডেন্ট গোতায়াবা রাজাপাকসে দাবি করেছেন, অর্থনৈতিক বিপর্যয় এড়াতে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছিলেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পার্লামেন্টের মহাসচিব ধাম্মিকা দশানায়েকে আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে রাজাপাকসের পদত্যাগপত্র পড়ে শোনান।
পদত্যাগ পত্রে রাজাপাকসে বলেছেন, শ্রীলঙ্কার আর্থিক সংকটের মুলে ছিল কয়েক বছরের অব্যবস্থাপনা, কোভিড-১৯ মহামারীর কারণে শ্রীলঙ্কায় পর্যটক আসা কমে যাওয়া এবং বিদেশী কর্মীদের থেকে রেমিটেন্স আসাও কমে যাওয়া।
পদত্যাগ পত্রে তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত বিশ্বাস যে আমি এই সংকট মোকাবেলায় সংসদ সদস্যদেরকে নিয়ে সর্বদলীয় বা ঐক্যের সরকার গঠনের আমন্ত্রণ জানানো সহ সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছি।’
এর আগে সিঙ্গাপুর থেকে রাজাপাকসের পাঠানো পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবিবর্ধনে। তার পদত্যাগের ফলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
তবে বিক্ষোভকারীদের পক্ষ থেকে রনিল বিক্রমাসিংহকে স্বাগত জানানো হয়নি। শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা রনিলের পদত্যাগও দাবি করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলা হচ্ছিল, প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন রনিল।
উল্টো তিনি পদত্যাগ না করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। বলা হচ্ছে, ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে তাকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হবে।