বিতর্ক যেন মাস্ক পরিবারের পিছুই ছাড়ছে না। কিছুদিন আগেই প্রকাশ হলো ৭ সন্তানের জনক ইলন মাস্ক গোপনে নিজের প্রতিষ্ঠিত ব্রেইন ইন্টারফেস কোম্পানি নিউরালিংকের কর্মকর্তা শিভন জিলিসের সঙ্গে আরও দুই সন্তানের বাবা হয়েছেন।
ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের বাবা ইরোল মাস্ক এবার জানিয়েছেন ইলন মাস্কেরই গোপন ২ ভাই-বোনের কথা।
আর ইলন মাস্কের এই ২ বোনের মা আর কেউ নন, ইরোলেরই সৎমেয়ে জনা বেজুইডেনহাউট।
দ্য সানের কাছে দেয়া এক সাক্ষাৎকারে ৭৬ বছর বয়সী ইরোল মাস্ক জানান, তিনি ও তার সৎমেয়ে জনা ৩ বছর আগে সর্বশেষ তাদের কন্যাসন্তানকে স্বাগত জানান। এরই মধ্যে তাদের দুজনের একটি ছেলেও রয়েছে।
সৎমেয়ের সঙ্গে সন্তান জন্মদানকে ইরোল মাস্ক অনৈতিকভাবে দেখেন না। তিনি বলেন, পৃথিবীতে আমরা একমাত্র যেই জিনিসটির জন্য রয়েছি, তা হলো পুনরুৎপাদন করা। যদি আমার আরেকটি সন্তান হতে পারে। তবে আমি তাই করব। আমি না করার কোনো কারণ দেখছি না।
ইলন মাস্কের বাবা ইরোল মাস্ক
তবে তিনি জানিয়েছেন, এখন আর সৎমেয়ে জনার সঙ্গে থাকছেন না তিনি। ৪১ বছরের ছোট জনাকে ৪ বছর বয়স থেকে নিজের মেয়ের মতোই বড় করেছেন ইরোল মাস্ক। জনার মা হেইডের সঙ্গেও ইরোল ১৮ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন এবং হেইডের ঘরেও তার ২ সন্তান রয়েছে।
জনার ঘরের এই দুই সন্তান ও ইলন মাস্কসহ ইরোল এখন ৭ সন্তানের জনক।
যদিও ইরোলের আরও বংশধর থাকতে পারে। আরও ৬ জন নারী দাবি করেন যে তারা ইরোল মাস্কের সন্তানের মা।
তবে ইরোল বলছেন, তারা আসলে সুযোগ সন্ধানী।