বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘তুর্কিয়ের আঞ্চলিক পরাশক্তি হওয়া ঠেকাতেই অভ্যুত্থান’

  •    
  • ১৬ জুলাই, ২০২২ ১১:১৭

অভ্যুত্থান চেষ্টা বানচাল করার জন্য রাস্তায় নেমে আসা লোকদের বীরত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসা করে তুর্কিয়ের স্পিকার মোস্তফা সেন্টপ বলেন, কিছু কিছু মহল তুর্কিয়ের উদীয়মান অর্থনীতি ও সাংস্কৃতিক ভূমিকাকে হুমকি হিসেবে দেখে।

তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে দেশটির স্পিকার মোস্তফা সেন্টপের মতে, তুর্কিয়ের আঞ্চলিক পরাশক্তি হয়ে ওঠা ঠেকাতেই ২০১৬ সালে সামরিক অভ্যুত্থান চালানোর প্রচেষ্টা করা হয়।

ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে দেশটির পার্লামেন্ট আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই বলেন মোস্তফা সেন্টপ।

এই অভ্যুত্থানে জড়িত মহলের বিষয়ে সেন্টপ বলেন, কিছু কিছু মহল তুর্কিয়ের উদীয়মান অর্থনীতি ও সাংস্কৃতিক ভূমিকাকে হুমকি হিসেবে দেখে।

এ সময় তিনি অভ্যুত্থান চেষ্টা বানচাল করার জন্য রাস্তায় নেমে আসা লোকদের বীরত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসা করেন। পাশাপাশি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানেরও প্রশংসা করেন।

তুর্কিয়ের প্রেসিডেন্ট বরাবরই এই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত নেতা ফেতুল্লাহ গুলেন ও তার দল ফেতোকে দায়ী করে আসছে।

তুর্কিয়ে বারবার যুক্তরাষ্ট্রের কাছে ফেতুল্লাহ গুলেনকে হস্তান্তরের আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র গুলেনকে তুর্কিয়ে পাঠায়নি।

আঙ্কারা বলছে, এই অভ্যুত্থানে গুলেনের ফেতো তুর্কিয়ের প্রতিষ্ঠানগুলো বিশেষ করে সামরিক, পুলিশ ও বিচার বিভাগের অপপ্রচারের মাধ্যমে অনুপ্রবেশ করে নির্বাচিত সরকারকে উৎখাত করার চেষ্টা করে।

এই অভ্যুত্থান চেষ্টায় ২৫১ জন নিহত হন এবং ২ হাজার ৭৩৪ জন আহত হন। তবে তুর্কিয়ে জনগণের প্রতিরোধের মুখে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়।

এ বিভাগের আরো খবর