ভারতে সম্প্রতি মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড দেশটিতে বিতর্ক তৈরি করছে। এবার নতুন করে দুটি পদক্ষেপ নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করছেন বিরোধীরা।
ভারতের সংসদ ভবনের ওপর যে জাতীয় প্রতীক স্থাপন করা হয়েছে, তা আসলে জাতীয় প্রতীকের বিকৃত রূপ বলছেন বিরোধীরা এবং সংসদে কিছু শব্দ ব্যবহার নিষিদ্ধ করা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।
এই ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এটা হাস্যকর। সাংসদ কী বলবেন তাও ঠিক করবে সংসদ। তাহলে নির্বাচনের কী দরকার?’
বৃহস্পতিবার তৃণমূলের ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি দেখতে বিধান নগর সেন্ট্রাল পার্কে গিয়েছিলেন অভিষেক। সেখানে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি ভাবছেন মোদি। কারও ধার ধারছেন না।’
তিনি আরও বলেন, ‘একদিকে জ্বালানি থেকে শুরু করে সব ভোগ্যপণ্যের দাম বেড়েই চলেছে। অন্যদিকে ভারতের কেন্দ্র সরকার দেশের ইতিহাস বিকৃতি করে চলেছে। সংসদে সাংসদরা কোন শব্দ ব্যবহার করবেন না, তাও বেঁধে দেয়া হচ্ছে। কেউ প্রতিবাদ করলে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করা হচ্ছে।’
বিজেপি সরকারের সঙ্গে ব্রিটিশ শাসনের তুলনা করে অভিষেক বলেন, ‘ব্রিটিশ আমলেও মানুষ এত পরাধীন ছিল না। স্বৈরতন্ত্র, দাম্ভিকতা ও একনায়কতন্ত্রের পরিচয় দিচ্ছে কেন্দ্র।’
অভিষেকের দাবি, ভারতের পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ।