শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে সংঘর্ষ এড়াতে ১৪ জুলাই বেলা ১২টা থেকে ১৫ জুলাই ভোর ৫টা পর্যন্ত কলম্বোতে কারফিউ জারি করেছেন।
দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে শ্রীলঙ্কার সংসদ নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। আর ক্ষমতাসীন দলের প্রথম পছন্দ বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
শ্রীলঙ্কাভিত্তিক পত্রিকা ডেইলি মিররে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী আজ বলছে, বিক্ষোভকারীরা দুই সেনাকে আক্রমণ করে আহত করে এবং তাদের কাছ থেকে গোলবারুদসহ দুটি স্বয়ংক্রিয় টি-৫৬ অ্যাসল্ট রাইফেল কেড়ে নিয়ে গেছে।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার নীলান্ত প্রেমরত্ন জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে দেশটির পার্লামেন্টের গোলচত্বরে। এসব চুরির অস্ত্র সহিংসতা ছড়াতে ব্যবহার হতে পারে বলে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্রিগেডিয়ার নীলান্ত।
তিনি আরও জানিয়েছেন, গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে সেনাদের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন সেনা আহত হয়েছেন এবং তারা সেনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।