বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুর্নীতি তদন্তে জিজ্ঞাসাবাদে সোনিয়াকে ইডির তলব

  •    
  • ১১ জুলাই, ২০২২ ২০:৪০

ন্যাশনাল হেরাল্ড মামলার সূত্রপাত একটি আয়কর নোটিশকে ঘিরে। কংগ্রেসের বন্ধ হওয়া মুখপত্র ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি লোকসানে চলা অ্যাসোসিয়েটেড জার্নাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নামে হস্তান্তরের ফলে সোনিয়া ও রাহুল গান্ধী আর্থিকভাবে উপকৃত হয়েছেন বলে আয়কর দপ্তর তাদের আয়কর মেটাতে বলে।

ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে যুক্ত কথিত অবৈধ আর্থিক লেনদেন মামলায় ২১ জুলাই হাজির হওয়ার জন্য ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে তলব করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এর আগে ২৩ জুন কংগ্রেস সভানেত্রীকে ডেকেছিল ইডি। তিনি করোনা আক্রান্ত হওয়ায় তখন যেতে পারেননি।

সোনিয়া এবার কী করবেন তা স্পষ্ট করেনি কংগ্রেস। তার যাওয়ার সম্ভাবনাই বেশি।

আবার, ইডির তলবের প্রতিবাদে কংগ্রেস ফের পথে নামতে পারে। রাহুলকে ডাকার সময় প্রতিদিন ইডি অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল দলটি।

এর আগে, সোনিয়া পুত্র ও কংগ্রেসের এমপি রাহুলকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্তের অংশ হিসেবে ইডি সিনিয়র কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গ এবং পবন বানসালকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সম্পত্তি নিয়ে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের তদন্তে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গত মাসেই পরপর ৫ দিন জিজ্ঞাসাবাদ করে ইডি।‘

৫ দিন ধরে প্রায় প্রতিদিনই ১০-১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন তিনি।

কংগ্রেসের অভিযোগ, ইডি পরিকল্পিতভাবে জিজ্ঞাসাবাদসংক্রান্ত তথ্য ফাঁস করছে। অবান্তর প্রশ্ন করে তাদের নেতাকে হেনস্থা করেছে।

ন্যাশনাল হেরাল্ড মামলার সূত্রপাত একটি আয়কর নোটিশকে ঘিরে। কংগ্রেসের বন্ধ হওয়া মুখপত্র ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি লোকসানে চলা অ্যাসোসিয়েটেড জার্নাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নামে হস্তান্তরের ফলে সোনিয়া ও রাহুল গান্ধী আর্থিকভাবে উপকৃত হয়েছেন বলে আয়কর দপ্তর তাদের আয়কর মেটাতে বলে। কারণ সোনিয়া ও রাহুলের নামে ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ৭৬ শতাংশ শেয়ার রয়েছে। সম্পত্তির আর্থিক মূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা।

জবাবে কংগ্রেস জানায়, ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এর থেকে লাভবান হওয়ার প্রশ্নই ওঠে না। এটি কল্যাণমূলক কাজের উদ্দেশে তৈরি।

কিন্তু ইডি সূত্রের খবর, রাহুল গান্ধী কল্যাণমূলক কাজের কোনও দৃষ্টান্ত দেখাতে পারেননি। তাছাড়া ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অংশীদার হতে তিনি যে ৫০ লাখ টাকা ব্যয় করেছিলেন সেই টাকার উৎস নিয়েও ইডির প্রশ্নের গ্রহণযোগ্য উত্তর দিতে পারেননি রাহুল, এমনটাই তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।

কংগ্রেস দাবি করছে, সংবাদপত্র প্রকাশ করা সামাজিক কাজের মধ্যেই পড়ে। কিন্তু ইডি তা মানতে নারাজ।

এ বিভাগের আরো খবর