ইউক্রেনের বাসিন্দাদের জন্য সহজে রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার পথ খুলে দিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ-সংক্রান্ত একটি আদেশে সই করেছেন।
সোমবার দেশটির প্রেসিডেন্টের পক্ষে রাষ্ট্রীয় দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে এই আদেশ প্রকাশ করা হয়।
আদেশে বলা হয়, ‘ইউক্রেনের সব নাগরিককে রাশিয়ার নাগরিকত্ব পেতে আবেদন করার শর্তাবলি সহজ ও শিথিল করা হয়েছে। এখন আর কাউকে রাশিয়ায় পাঁচ বছর অবস্থান করার মতো শর্ত পূরণ করতে হবে না। আবেদনকারীকে রুশ ভাষা জানার শর্তও শিথিল করা হয়েছে।’
এর আগে, পূর্ব ইউক্রেনের স্বতন্ত্র-স্বাধীন অঞ্চল হিসেবে ঘোষিত দোনেৎস্কো ও লুহানস্কো এবং রাশিয়ার অধিকৃত দক্ষিণাঞ্চলীয় জাপোরিজজিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দাদের জন্য রুশ নাগরিকত্ব পাওয়ার পথটি খুবই সহজ ছিল।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে শুরু হয় রুশ সেনা অভিযান।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী দাবি করে, প্রথম মাসে কিয়েভের হামলায় ১৭ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে।
রুশ হামলার বিরুদ্ধে ইউক্রেনীয়দের প্রতিহতের ডাক ও পাল্টা আক্রমণের নৈতিক অবস্থান দুর্বল করতে এমন সহজ নাগরিকত্বের টোপ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।