সাউথ আফ্রিকার সোয়েটোর একটি বারে বন্দুক হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এসময় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সাদা রঙের মিনিবাসে করে এসে রোববার ভোরে বন্দুকধারীরা বারে প্রবেশ করেন। সেখানে থাকা তরুণদের ওপর গুলিবর্ষণ শুরু করেন তারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহতদের ক্রিস হানি বারাগনাথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হত্যাকাণ্ড কেন ঘটানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গোতেং প্রদেশের পুলিশ কমিশনার লে. জে. এলিয়াস মাওয়েলা বলেন, ঘটনাস্থলে পাওয়া কার্তুজের সংখ্যা নির্দেশ করছে সেখানে অবস্থানরতদের ওপর গুলি চালিয়েছে একটি সংঘবদ্ধ দল।
পুলিশ কমিশনার আরও বলেন, ‘হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও পূর্ণাঙ্গ কিছু জানা যায়নি।’
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কোয়াজুলু-নাতালে পৃথক বারে গুলিতে আরও চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।