বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ ছাড়ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া

  •    
  • ১০ জুলাই, ২০২২ ১৩:৩৮

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বিক্ষোভের মুখে শনিবার কলম্বোয় তার সরকারি বাসভবন থেকে পালিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি সম্ভবত নৌবাহিনীর জাহাজে পালিয়েছেন। এবার স্পিকার বলছেন, বুধবারই পদত্যাগ করতে যাচ্ছেন তিনি।

শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার ইয়াপা আবেবর্ধনে জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে তাকে জানিয়েছেন যে বুধবার তিনি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট এক ব্যক্তিগত বিবৃতিতে স্পিকারের কাছে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং দাপ্তরিক কিছু কাজ হস্তান্তরের জন্য বুধবার পর্যন্ত তিনি সময় চেয়েছেন।

এর আগে অর্থনৈতিক বিপর্যয়ে বিধ্বস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বিক্ষোভের মুখে শনিবার কলম্বোয় তার সরকারি বাসভবন থেকে পালিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি সম্ভবত নৌবাহিনীর জাহাজে পালিয়েছেন।

এমন পরিস্থিতিতে কাজ চালিয়ে যেতে চাচ্ছেন না নতুন প্রধানমন্ত্রীও।

তীব্র অর্থনৈতিক মন্দা ও আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহও পদত্যাগ করতে চান বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর।

এক বিজ্ঞপ্তিতে রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, জ্বালানিসংকট নিরসনে ব্যর্থতা এবং এই সপ্তাহে তা আবারও তীব্র হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এখন বুধবারের মধ্যে যদি প্রধানমন্ত্রীও পদত্যাগ করেন, তাহলে স্পিকার ৩০ দিনের জন্য অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পাবেন।

এই ৩০ দিনের মধ্যেই পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে।

এ বিভাগের আরো খবর