চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতে অমর্ত্য সেনের করোনা টেস্ট করালে ফলাফল পজিটিভ আসে। এখন তিনি নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
প্রায় দুই বছর পর বিদেশ থেকে ১ জুলাই শান্তিনিকেতনে নিজ বাড়িতে ফেরেন ৮৯ বছর বয়সী অমর্ত্য সেন।
বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি।
চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতে তার করোনা টেস্ট করালে ফলাফল পজিটিভ আসে। এখন তিনি নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আগামী সোমবার তার আবার করোনা পরীক্ষা করানো হবে।
জানা গেছে, তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো।
করোনা আক্রান্ত হওয়ায় অমর্ত্য সেন আপাতত তার সমস্ত কর্মসূচি বাতিল করেছেন।