বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টানা নাটকীয়তা শেষে টুইটার কেনার সিদ্ধান্ত প্রত্যাহার ইলন মাস্কের

  • ডেস্ক   
  • ৯ জুলাই, ২০২২ ১৮:১৪

টুইটার শুক্রবার বলেছে, ‘৪৪ বিলিয়ন ডলার প্রত্যাহারের জন্য মাস্কের বিরুদ্ধে আমাদের মামলা করার পরিকল্পনা রয়েছে। এবং আমাদের বিশ্বাস, আমরা জয়ী হবো।’

কয়েক সপ্তাহের নাটকীয়তা শেষে টুইটার দখল নেওয়ার চুক্তি ভেঙ্গে যাচ্ছে ইলন মাস্কের।

টুইটার কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের বিড প্রত্যাহার করেছেন তিনি।

ইলন মাস্কের আইনজীবী টুইট বার্তায় বলেছেন, ‘মাস্ক চুক্তি বাতিল করছেন কারণ, চুক্তির একাধিক নীতি লঙ্ঘন করেছে টুইটার। চুক্তি করার সময় মাস্ক খেয়াল করেন, সেখানে কিছু মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য রয়েছে। যা কোম্পানির জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, তবে চুক্তি থেকে একেবারে সরে যাওয়া সহজ হবে না। কারণ, ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের করা ৯৫ পৃষ্ঠার চুক্তি অনুযায়ী মাস্ককে প্রমাণ করতে হবে, টুইটার মূল চুক্তির নীতিমালা ভেঙেছে।

টুইটার শুক্রবার বলেছে, ‘৪৪ বিলিয়ন ডলার প্রত্যাহারের জন্য মাস্কের বিরুদ্ধে আমাদের মামলা করার পরিকল্পনা রয়েছে। এবং আমাদের বিশ্বাস, আমরা জয়ী হবো।’

টুইটার বোর্ডের চেয়ারম্যান ব্রেট টেলর একটি টুইটে বলেছেন, ‘মাস্কের সাথে হওয়া চুক্তির শর্তা এবং সব রকম লেনদেন বন্ধ করতে আমরা প্রস্তত।’

পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এবং টেসলার সিইও মাস্ক ২৫ এপ্রিল মাস্ক টুইটার কেনার জন্য একটি চুক্তি করেন। যেখানে তিনি কোম্পানির শেয়ারের প্রতিটি ৫৪ দশমিক ২০ ডলারে কেনার প্রস্তাব দিয়েছিলেন।

মাস্কের আইনজীবীরা শুক্রবার ফাইলে লিখেছেন, বারবার অনুরোধ করার পরও টুইটার তার জাল অ্যাকাউন্টের হিসাবের সঠিক তথ্য দেয়নি।

এর আগে কানাডায় এক সাক্ষাৎকারে দেয়া বক্তব্যে মাস্ক জানান, টুইটার থেকে আয়ের কোনো লক্ষ্য নেই তার। বিশ্বব্যাপী সর্বজনীন বাকস্বাধীনতা নিশ্চিত করাই তার লক্ষ্য।

এ বিভাগের আরো খবর