বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনে অভিযানের নিন্দা, জেলে রুশ কাউন্সিলর

  •    
  • ৮ জুলাই, ২০২২ ২৩:২১

দণ্ড পাওয়া ব্যক্তির নাম আলেক্সি গোরিনভ। ৬০ বছরের গোরিনভ রুশ সেনাবাহিনী সম্পর্কে ‘জ্ঞাতসারে মিথ্যা তথ্য’ ছড়িয়ে দেয়ার জন্য দোষী প্রমাণিত হয়েছেন। তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে হস্তক্ষেপের নিন্দা জানানোর খেসারত দিলেন দেশটির এক সিটি কাউন্সিলর। মস্কোর একটি আদালত শুক্রবার তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে। ফরাসি সংবাদ সংস্থা- এএফপি এ তথ্য নিশ্চিত করেছে

দণ্ড পাওয়া ব্যক্তির নাম আলেক্সি গোরিনভ। ৬০ বছরের গোরিনভ রুশ সেনাবাহিনী সম্পর্কে ‘জ্ঞাতসারে মিথ্যা তথ্য’ ছড়িয়ে দেয়ার জন্য দোষী প্রমাণিত হয়েছেন।

ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের সমালোচনা করার জন্য গোরিনভ বিরোধীদলের প্রথম নির্বাচিত সদস্য, যিনি সাজা পেয়েছেন।

একটি প্লেকার্ড হাতে শুক্রবার আদালতে উপস্থিত হন গোরিনভ। এতে রুশ ভাষায় লেখা ছিল-‘ ‘আপনার কি এখনও এই যুদ্ধের প্রয়োজন আছে?’

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন গোরিনভের স্ত্রী। এ সময় তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। গোরিনভকে সাধুবাদ জানাতে কিছু সমর্থকও সেখানে উপস্থিত ছিল।

গোরিনভের বিরুদ্ধে কঠোর আইনের অধীনে রাশিয়ান সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগ উঠেছিল। মার্চে এক বৈঠকে ইউক্রেনে মস্কোর সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কথা বলেছিলেন গোরিনভ; যা রেকর্ড করা হয়েছিল। এটি ইউটিউবে পাওয়া যায়।

নিজের নির্বাচনি এলাকায় শিশুদের নিয়ে দেয়া বক্তব্যে গোরিনভ বলেছিলেন, ‘ইউক্রেনে প্রতিদিন শিশু মারা যাচ্ছে।’

বিচারক ওলেসিয়া মেন্ডেলেইভা বলেছেন, “গোরিনভ “রাজনৈতিক বিদ্বেষ ছড়াতে’ চুক্তিভিত্তিতে এই অপরাধ করেছেন।”

এ বিভাগের আরো খবর