বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুলির আগে আবের ঠিক পেছনেই দাঁড়িয়েছিলেন ‘খুনি’

  •    
  • ৮ জুলাই, ২০২২ ১৮:০৪

হামলাকারীর নাম তেতসুয়া ইয়ামাগামি বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে। গুলি করার আগ মুহূর্তে ৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি ঠিক আবের পেছনে দাঁড়িয়ে ছিলেন বলে ছবিতে দেখা গেছে। 

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের গুলিতে নিহতের ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলাকারীর নাম তেতসুয়া ইয়ামাগামি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে। গুলি করার আগ মুহূর্তে ৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি ঠিক আবের পেছনে দাঁড়িয়েছিলেন বলে ছবিতে দেখা গেছে।

৬৭ বছর বয়সী হাসপাতালে মারা যাওয়া আবে দীর্ঘ সময় ধরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নারা শহরে শুক্রবার নির্বাচনি প্রচারসভায় বক্তব্য দেয়ার সময় আবেকে পেছন থেকে গুলি করা হয়। ঘটনার পরপর অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে।

আগামী রোববার অনুষ্ঠেয় জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলরসের নির্বাচন সামনে রেখে দেশটিতে চলছে প্রচার। সে প্রচারের অংশ হিসেবে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ইয়ামাতো সাইদাইজি স্টেশনের সামনে বক্তব্য দিচ্ছিলেন আবে। সে সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

পুলিশ এর পরেই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, আবেকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়। এরপরই নিরাপত্তা কর্মকর্তাদের ধূসর টি-শার্ট পরা সন্দেহভাজনকে চেপে ধরতে দেখা যায়।

সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে এনএইচকে জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সাবেক কর্মকর্তা। তিনি ২০০৫ সাল পর্যন্ত তিন বছর ওই পদে ছিলেন।

ঘটনার তদন্তকারীদের কাছে ইয়ামাগামি জানিয়েছেন, শিনজো আবের প্রতি তার ক্ষোভ ছিল। সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্য ছিল তার। হাতে তৈরি বন্দুক নিয়ে আবেকে গুলি করেন তিনি।

এ বিভাগের আরো খবর