জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় দৃশ্যত গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।
স্থানীয় সময় শুক্রবার নির্বাচনি প্রচারসভায় আবের বক্তব্যের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আবেকে হাসপাতালে নেয়া হয়েছে।
জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানায়, তাদের রিপোর্টার গুলির আওয়াজের মতো শব্দ শুনেছেন। আবের শরীর থেকে রক্ত ঝরছিল।
সংবাদমাধ্যমটি আরও জানায়, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে আবে মাটিতে লুটিয়ে পড়েন।
কিয়োদো নিউজ জানায়, নারার সড়কে অজ্ঞাতনামা একজন হামলা চালায় আবের ওপর।
সংবাদ সংস্থাটি জানায়, সাবেক প্রধানমন্ত্রী অজ্ঞান হয়ে পড়েন। দৃশ্যত তিনি হার্ট অ্যাটাক করেছেন।
নারা সফররত আয়ারল্যান্ডের নাগরিক রবার্ট পাওয়ার বলেন, লোকজন ‘ধোঁয়াশায়’ রয়েছেন। তারা হতবিহ্বল। ঘটনাস্থলে চারটি হেলিকপ্টারকে উড়তে দেখা গেছে।
তিনি আল জাজিরাকে বলেন, ‘শহর উন্মত্ত হয়ে আছে। আমাদের বলা হয়েছে, এখানে এইমাত্র শিনজো আবেকে গুলি করা হয়েছে।
‘সর্বত্র হেলিকপ্টার। লোকজনের চোখ আটকে টিভিতে।’