বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভয়াবহ বন্যায় পানির নিচে সিডনির একাংশ

  •    
  • ৪ জুলাই, ২০২২ ১১:০৩

অস্ট্রেলিয়ার নেপিয়ান ও হকসবারি নদী বরাবর বন্যার ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। সিডনির প্রধান বাঁধে পানি থাকার কোনো জায়গা নেই। পানি বেরিয়ে যেতে শুরু করেছে। নদীগুলো খুব দ্রুত প্রবাহিত হচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক এবং বৃষ্টিপাতের ওপর নির্ভর করে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

অস্ট্রেলিয়ায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এরই মধ্যে দেশটির বৃহত্তম শহর সিডনির দক্ষিণ-পশ্চিমের হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাস অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত হানার কারণে সিডনিতে বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে সিডনির ক্যামডেন এলাকা।

দেশটির আবহাওয়া ব্যুরো বলছে, ২০২১-এর মার্চ মাসের পর আঘাত হানা তিনটি বন্যার থেকেও বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

ভারি বৃষ্টিপাত ও নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বাঁধ উপচে পড়া পানির স্রোতের কারণে দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের বেটম্যানস বে পর্যন্ত পূর্ব উপকূলে আকস্মিক বন্যা ও ভূমিধসের হুমকি বেড়েছে। রাতে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

এই অবনতি হওয়া পরিস্থিতির কারণে নিউ সাউথ ওয়েলসের জরুরি সেবা বিভাগের মন্ত্রী স্টেফ কুক রোববার সন্ধ্যায় টেলিভিশনে বক্তব্য দেয়ার সময় বলেন, ‘আপনি যদি ২০২১ সালে (বন্যা পরিস্থিতির মধ্যে) নিরাপদ থাকেন তবে ধরে নেবেন না যে আপনি আজ রাতেও নিরাপদে থাকবেন। পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে এবং আমরা এমন সব এলাকায়ও বন্যা পরিস্থিতি দেখছি, যেসব এলাকা আগে কখনো বন্যার সম্মুখীন হয়নি।’

রোববার ছুটির ভ্রমণের বিষয়ে সতর্ক করে স্টেফ কুক বলেন, ‘এটি জীবনের ওপর হুমকি সৃষ্টিকারী এক জরুরি অবস্থা।’

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, অনেক এলাকায় ২০০ মিমি এরও বেশি বৃষ্টি পড়েছে এবং কিছু এলাকায় তা ৩৫০ মিমি। যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা সিডনীর বার্ষিক গড় বৃষ্টিপাতের অর্ধেক। নেপিয়ান ও হকসবারি নদী বরাবর বন্যার ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের জরুরি বিভাগের কমিশনার কার্লেন ইয়র্ক বলেছেন, ‘রাতের মধ্যে পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে।’

কমিশনার কার্লেন জানিয়েছেন, সিডনির প্রধান বাঁধে পানি থাকার কোনো জায়গা নেই। পানি বেরিয়ে যেতে শুরু করেছে। নদীগুলো খুব দ্রুত প্রবাহিত হচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক এবং বৃষ্টিপাতের ওপর নির্ভর করে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

জরুরি সেবা বিভাগ বলছে, তারা ১০০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে এবং গত ২৪ ঘণ্টায় ৩ হাজারের বেশি অনুরোধে সাড়া দিয়েছে।

পশ্চিম সিডনির বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ।

গত ২৪ ঘণ্টায় বন্যাক্রান্ত এলাকা থেকে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন নারী প্রায় এক ঘণ্টা একটি খুঁটিতে ঝুলে ছিলেন।

অস্ট্রেলিয়ার সরকার নিউ সাউথ ওয়েলসে বন্যা উদ্ধার তৎপরতার জন্য ১০০ সেনা ও ২টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস।

এ বিভাগের আরো খবর