মা-বাবার কাছে সবচেয়ে মূল্যবান তাদের সন্তান। সন্তানকে যক্ষের ধনের মতো আগলে রাখেন তারা। আর সেই সন্তানকেই শেকল দিয়ে বেঁধে রাখতে হলো। নেশাগ্রস্ত সন্তানের অত্যাচার সইতে না পেরে এমনটা করতে বাধ্য হলেন তারা।
এমন ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাবের মোগা জেলায়।
২৩ বছর বয়সী দিনমজুর ছেলে নিজের আয়ের সব টাকা মাদকের পেছনে ব্যয় করে বলে অভিযোগ করেন তার মা।
একটি ভিডিওতে ওই যুবককে খাটের সঙ্গে শিকলে বাঁধা অবস্থায় দেখা যায়। তাকে মাদক নেয়া থেকে বিরত রাখতে বাবা-মা এভাবে আটকে রাখতে বাধ্য হন।
তার মা বলেন, ‘ছেলে প্রতিদিন মাদক নিতে গিয়ে ৮০০ রুপি খরচ করেন। গত পাঁচ-ছয় বছর ধরে এ কাজ করে আসছে সে।’
ওই যুবক আয়ের সব অর্থ ব্যয় করেন মাদকের পেছনে। এরপর বাড়ির জিনিসপত্র চুরি করতে শুরু করে বলে বিলাপ করতে থাকেন তার মা।
তিনি বলেন, ‘মাঝে মাঝেই গৃহস্থালির জিনিসপত্র না পেলে আমাদের মারধরও করত।’
এনডিভির প্রতিবেদনে বলা হয়, আট দিন ধরে সেই যুবককে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং পাশাপাশি চিকিৎসা দেয়া হচ্ছে। তার নেশার কারণে হতাশ হয়ে বাবা-মা সবকিছু তালাবদ্ধ করে রাখেন, যেন চুরি করতে না পারেন।
তার মা আরও বলেন, ‘নেশার জন্য আমাদের অনেক কষ্ট দিয়েছে সে। তাকে আটকে রাখলেও মাঝে মাঝে গবাদি পশুর খাবার আনার জন্য আমি তালা খুলে দেই।’
তিনি বলেন, ‘আমাদের গ্রামেই মাদক বিক্রি হয়, আমি চাই সরকার যেন কঠোর ব্যবস্থা নেন এবং মাদকের অপব্যবহার বন্ধ করেন।’
পাঞ্জাবে কোটি কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা খুবই সাধারণ ব্যাপার, সেখানে এখন বছরের পর বছর ধরে মাদকদ্রব্যের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।